ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

পাখি সুরক্ষায় রিকশায় প্ল্যাকার্ড স্থাপন

নিজস্ব সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী

প্রকাশিত: ১৬:০৩, ৬ জুলাই ২০২৫

পাখি সুরক্ষায় রিকশায় প্ল্যাকার্ড স্থাপন

ছবি: সংগৃহীত

নীলফামারী জেলার সৈয়দপুরে পাখি ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে রিকশায় প্ল্যাকার্ড স্থাপন করা হয়েছে। রোববার (৬ জুলাই) শহরের জিআরপি মোড়ে ৩৫টি রিকশার পেছনে ওই প্লাকার্ড লাগানো হয়।

সৈয়দপুর উপজেলা পরিষদের সহযোগিতায় পরিবেশবাদী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা ব্যতিক্রমধর্মী এ কাজ করেছে। এসময় রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির, সাপ গবেষক বোরহান বিশ্বাসসহ সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি বিথী ইসলাম, কার্যকরী সদস্য ফারুক, মুন্না ও মমিন আজাদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে পাখি ও পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২-এ পাখি শিকার, হত্যা, আটক ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। এর সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা। এই আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে কাজ করছে তারা।

এম আর মহসিন/রাকিব

×