ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

মানবিক সহায়তায় মরিয়মের জীবনে খুশির ঝিলিক

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৫:৪০, ৬ জুলাই ২০২৫

মানবিক সহায়তায় মরিয়মের জীবনে খুশির ঝিলিক

অভাবের সংসারে জন্ম নিয়েছে সে। ছোট্ট মরিয়মের জীবন থমকে ছিল নীরব অন্ধকারে। পায়ের শক্তি নেই, তবু স্বপ্নে তার আকাশ ছোঁয়ার বাসনা।

উত্তর চর বংশী ইউনিয়নের জেলে মাইনুদ্দিন মিয়ার মেয়ে মরিয়ম। শৈশবেই শারীরিক প্রতিবন্ধকতা তাকে আটকে রেখেছিল চার দেয়ালের ভেতর। বন্ধ হয়ে গিয়েছিল স্কুলে যাওয়া।

রবিবার (৬ জুলাই) সেই অন্ধকারে আশার আলো নিয়ে এল প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। মরিয়মের হাতে তুলে দেওয়া হলো একটি হুইলচেয়ার। পা না থাকলেও এবার হয়তো তার চলার পথ আর থেমে থাকবে না।

হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত মরিয়মের কণ্ঠে উঠে আসে, "আমি স্কুলে যেতে চাই।" এই ছোট্ট মেয়ের মুখে এমন স্বপ্নের কথা শুনে উপস্থিত অনেকেরই চোখ ভিজে আসে।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চর আবাবিল ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু জাফর দুলাল, বিএনপির ইউনিয়ন সভাপতি জনাব মালেক মোহাম্মদ ইসমাইল হাওলাদার, সংস্থার নির্বাহী পরিচালক জনাব সাইফুল ইসলাম রিংকু এবং ইউনিয়ন অ্যাডভোকেসি কমিটির সভাপতি জনাব ফরিদ সিকদার।

সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকু বলেন, “আমরা চাই, কোনো শিশু শারীরিক অক্ষমতার কারণে সমাজের মূলস্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে না থাকে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”     

সানজানা

×