ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

এবার কাতারে প্রতিনিধিদল পাঠাচ্ছে ইসরায়েল, হামাসের কয়েকটি চুক্তিকে অগ্রহণযোগ্য ঘোষণা

প্রকাশিত: ১৫:২৬, ৬ জুলাই ২০২৫; আপডেট: ১৫:২৭, ৬ জুলাই ২০২৫

এবার কাতারে প্রতিনিধিদল পাঠাচ্ছে ইসরায়েল, হামাসের কয়েকটি চুক্তিকে অগ্রহণযোগ্য ঘোষণা

ছবি:সংগৃহীত

ইসরায়েল আগামী রবিবার কাতারে একটি প্রতিনিধিদল পাঠাবে, গাজায় বন্দি মুক্তি এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে। তবে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে যে, হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবের যে কিছু পরিবর্তন চাওয়া হয়েছে, তা ইসরায়েলের পক্ষে গ্রহণযোগ্য নয়।

শুক্রবার, হামাস জানিয়েছে যে, তারা একটি যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে "সকারাত্মক মনোভাব" দেখিয়েছে, কয়েক দিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, ইসরায়েল ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য "প্রয়োজনীয় শর্তে সম্মতি" জানিয়েছে।

তবে, দুই পক্ষের মধ্যে আলোচনায় এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। হামাসের সাথে সম্পর্কিত একটি ফিলিস্তিনি গোষ্ঠীর একজন কর্মকর্তা বলেছেন, মানবিক সাহায্য, রাফাহ ক্রসিংয়ের মাধ্যমে মিশরে যাতায়াত এবং ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের সময়সীমা নিয়ে কিছু উদ্বেগ রয়ে গেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, "যে পরিবর্তনগুলো হামাস কাতারি প্রস্তাবে চেয়েছে, তা আমাদের পক্ষে গ্রহণযোগ্য নয়।" তবে, প্রতিনিধি দল কাতারে যাবে এবং "কাতারি প্রস্তাব অনুযায়ী ইসরায়েল বন্দি মুক্তির চেষ্টা অব্যাহত রাখবে।"

নেতানিয়াহু, যিনি সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন, বারবার বলেছেন যে হামাসকে নিষ্ক্রিয় করতে হবে, কিন্তু হামাস এখনও আলোচনায় বসতে রাজি হয়নি। বর্তমানে, হামাসের হাতে ২০ জন জীবিত বন্দি রয়েছে।

এ দীর্ঘস্থায়ী ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষের সর্বশেষ রক্তপাত শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাস দক্ষিণ ইসরায়েলে আক্রমণ চালিয়ে প্রায় ১,২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে অপহরণ করে। ইসরায়েলি হিসাব অনুযায়ী, এর পর ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৫৭,০০০ এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এই সংঘর্ষের কারণে গাজায় খাদ্য সঙ্কট সৃষ্টি হয়েছে, পুরো গাজা অঞ্চলের জনগণ বাস্তুচ্যুত হয়েছে, এবং আন্তর্জাতিকভাবে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। তবে, ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।

 
 

মারিয়া

×