ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ভুল চিকিৎসার বলি হচ্ছে নবজাতকেরা

শেখ ফজলে রাব্বি

প্রকাশিত: ২১:০৩, ৬ জুলাই ২০২৫

ভুল চিকিৎসার বলি হচ্ছে নবজাতকেরা

জামালপুরে ভুল চিকিৎসায় আরেকটি নবজাতকের মৃত্যুর খবর আমাদের হতবাক করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক ঘটনা ঘটছে, যার অনেকগুলো প্রকাশিত হয় না বা দায় চাপিয়ে দেওয়া হয় “ভাগ্যের হাতে”। ভুল চিকিৎসা, অব্যবস্থাপনা ও অবহেলার কারণে প্রতিনিয়ত নবজাতকসহ নানা বয়সের রোগীরা মারা যাচ্ছেন। অথচ এসব মৃত্যুর বেশিরভাগই প্রতিরোধযোগ্য ছিল।

স্বাস্থ্যখাতে দায়বদ্ধতার অভাব আমাদের দীর্ঘদিনের সমস্যা। মানহীন হাসপাতাল ব্যবস্থাপনা, প্রশিক্ষণহীন মেডিকেল স্টাফ, কালোবাজারি ওষুধ, ভুল ওভারডোজ কিংবা সময়মতো রেফার না করার মতো ঘটনাগুলোই আজ সাধারণ চিকিৎসাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। বিশেষ করে মা ও শিশুর চিকিৎসায় অবহেলা আরও ভয়াবহ চিত্র উপস্থাপন করছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে যেসব তথ্য উঠে এসেছে, তা উদ্বেগজনক। কোন হাসপাতালে নবজাতকের শ্বাসকষ্টকে গুরুত্ব না দেওয়ায় মৃত্যু, কোথাও সিজারের সময় ডাক্তার না থাকার অভিযোগ, আবার কোথাও ভুল ইনজেকশনের প্রতিক্রিয়ায় শিশুমৃত্যু। এসব কি কেবল কাকতালীয়? না, এটি এখন এক ভয়াবহ চর্চায় রূপ নিয়েছে। প্রতিটি ঘটনা পেছনে রয়েছে উদাসীনতা, অদক্ষতা ও অবহেলার মারাত্মক ছাপ। এই মৃত্যু শুধু আলোচিত জামালপুরেই নয়, ঢাকা থেকে শুরু করে গ্রামীণ পর্যায়ের বহু হাসপাতালেই একই চিত্র দেখা যাচ্ছে। অভিযোগ এলেও সঠিক তদন্ত হয় না, বিচার তো দূরের কথা—সেই চিকিৎসক বা হাসপাতাল আবারো ‘সেবার’ নামে একই ভুল করে চলেছে। আর আমরা শিশুমৃত্যুর খবর পড়ি, একটু দুঃখ করি, বিষয়টি ভুলে যাই।

এ দেশে চিকিৎসা কখনোই দয়ার বিষয় হতে পারে না—এটি হতে হবে পেশাদার, মানবিক এবং জবাবদিহির আওতাধীন। যারা চিকিৎসার নামে অবহেলায় মানুষের জীবন কেড়ে নিচ্ছে, তারা কোনোভাবেই রক্ষা পাওয়ার যোগ্য নয়। ভুল চিকিৎসার জন্য জবাবদিহির ব্যবস্থা না করলে এই মৃত্যুর মিছিল থামবে না। সরকার, স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান—শুধু জামালপুরের ঘটনা নয়, দেশের সবকটি এমন ঘটনায় তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনুন। নইলে জনগণ চিকিৎসকদের ওপর বিশ্বাস হারাবে, এবং তথাকথিত সেবাখাত রূপ নেবে ভয়াবহ এক ঝুঁকির জগতে। শিশুদের মৃত্যু আমাদের বিবেক নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। তারা কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না—তাদের হয়ে আমাদেরই নিস্পৃহতা ভাঙতে হবে। ভুল চিকিৎসা যেন আর কোনো মায়ের কোল খালি না করে, এখনই সময় সেই প্রভাবশালীদের জবাবদিহিতা নিশ্চিত করার। স্বাস্থ্যসেবা মানেই জীবনরক্ষা, মৃত্যু নয়।

 

লেখক: শেখ ফজলে রাব্বি

কন্ট্রিবিউটিং রিপোর্টার, জামালপুর

Mily

×