
তুরষ্কের ইস্তাম্বুেল তুর্কি ইজিজ ফেডােরিজওন আয়োজিত THE 1st TURKEY WORLD AND RELATIVE INTERNATIONAL SCOUT CAMP,TURKEY তে অংশগ্রহণের জন্য গাজীপুেরর কালিয়াকৈরের স্কাউট পিতা-পুত্র এখন তুরষ্কে। তাঁরা হলেন, অবেলাকন মুক্ত স্কাউট গ্রুেপর কাবলিডার ডাঃ মোস্তফা জামান উডব্যাজার এবং তার পুত্র স্কাউট আরাফাত মাহিম। শনিবার (৫ জুলাই) রাতে অবলোকন মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট আরাফাত মাহিম সৌদিয়া এয়ারলাইন্সে চড়ে ঢাকা ছাড়ে। আর তার পিতা স্কাউটার ডা. মোস্তফা জামান রোববার সকালে ঢাকা ত্যাগ করেন।
তারা উভয়ে ২০ সদস্যের বাংলােদশ স্কাউটস প্রতিনিধি দলের সদস্য হিসেব তূরস্কে গিয়েছন এবং ১৭ জুলাই দেশ ফিরবেন বলে স্কাউট সূত্রে জানা গেছে । স্কাউটার মোস্তফা জামান মৌচাক সরকারী প্রাথিমক বিদ্যালেয়ে অধ্যায়নকালে কাব স্কাউট হিসেব স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হন। পরে তিনি মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজ স্কাউটার হিসেবে দীক্ষা গ্রহণ করেন। কলেজে অধ্যায়নকালে অবেলাকন মুক্ত স্কাউট গ্রুপের রোভার ছিলেন। তিনি বাংলােদশ স্কাউটস গাজীপুর জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি অবেলাকন মুক্ত স্কাউট গ্রুপের কাব লিডার হিসেবে সক্রিয় হন। তিনি কাব শাখায় একজন উডব্যাজার। পেশায় হোমিওপ্যািথিক চিকিৎসক।
ডা. মোস্তফা জামান গাজীপুর হোমিওপ্যািথক কেলেজর সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। স্কাউট আরাফাত মাহিম অবেলান মুক্ত স্কাউট গ্রুেপর স্কাউট সদস্য হিসেবে কোরিয়াতে অনুষ্ঠিত ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরীেত সাফল্যের সাথে অংশগ্রহণ করেছিলেন। ডা. মোস্তফা জামানের স্ত্রী ডাঃ রোমানা জামান অবেলাকন মুক্ত স্কাউট গ্রুেপর রোভার স্কাউট লিডার এবং তাদের কনিষ্ঠ সন্তান মাহিমা আক্তার জুঁই সম্প্রতি শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছেন। অবেলাকন মুক্ত স্কাউট গ্রুেপর সভাপিত মীর মোহাম্মদ ফারুক এলিট স্কাউট পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতা করেন।
রিফাত