
ছবি: সংগৃহীত।
‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে আলোচনায় আসা জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী আবারো আলোচনায়। তবে এবার গানে নয়, ভিন্ন এক আবেগময় পোস্টে। সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে শাড়ি পরা একটি ছবি পোস্ট করেছেন পড়শী, যার ক্যাপশনে তিনি লেখেন—
“কেন এতো হারাবার ভয়? কেন মনে সংশয়?
ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়।”
ছবিতে পড়শীর পরনে দেখা যায় গোলাপি, কমলা ও নীলের মিশ্রণের একটি শাড়ি। সাথে খোলা চুল, স্বাভাবিক মেকআপ আর ক্যামেরার দিকে ভাবলেশহীন দৃষ্টি। পুরো ছবির আবহেই যেন ভেসে এসেছে ভালোবাসা, আস্থাহীনতা আর আবেগের ছোঁয়া।
এই পোস্ট প্রকাশের পর থেকেই তা ভাইরাল হতে শুরু করে। অনেক ভক্ত কমেন্টে পড়শীর সৌন্দর্য ও ক্যাপশনের গভীরতা নিয়ে প্রশংসা করছেন। কেউ কেউ ক্যাপশনটিকে পড়শীর নতুন গানের ইঙ্গিত বলেও ধারণা করছেন।
গানের পাশাপাশি পড়শী এখন অভিনয় ও প্রযোজনাতেও সক্রিয়। নিয়মিত স্টেজ শো করছেন, নিজের ইউটিউব চ্যানেল থেকে নতুন গান প্রকাশ করছেন। গত বছর সংগীতশিল্পী ইমরানের সঙ্গে তার দ্বৈত গান ‘কথা একটাই’ শ্রোতামহলে দারুণ সাড়া ফেলেছিল।
এ ছাড়া পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটকও সম্প্রচার হয়েছে টেলিভিশনে, যা দিয়ে তার প্রযোজনায় অভিষেক ঘটে। ফলে গান, অভিনয় ও প্রযোজনায় নিজের বহুমাত্রিক প্রতিভার জানান দিচ্ছেন এই তরুণ শিল্পী।
ফেসবুকের এই পোস্টে আবেগঘন ক্যাপশন আর শাড়ির ঐতিহ্যবাহী রূপে পড়শী যেন নিজের সৃজনশীলতা ও সৌন্দর্য দুটোই ফুটিয়ে তুলেছেন। ভক্তরা বলছেন, “শুধু গান নয়, পড়শীর চোখেও কবিতা লেখা থাকে।”
নুসরাত