
ছবি: সংগৃহীত।
অভিনেত্রী তানজিন তিশার সন্তানের ছবি প্রকাশ করে আলোড়ন তুলেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। আর এই দাবির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিশা ছুঁড়ে দিয়েছেন চ্যালেঞ্জ— “যদি কেউ প্রমাণ করতে পারেন আমি মা, তাহলে তাকে ২০ হাজার ডলার (প্রায় ২৫ লাখ টাকা) দেব।”
সম্প্রতি অভিনেতা জায়েদ খানের সঞ্চালনায় একটি টকশোতে মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তানজিন তিশা। তার এই বক্তব্যের পরপরই সামাজিক মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তার দাবি, ছবিগুলোতে থাকা শিশু তিশার ছেলে, এবং এই ছবি তিশার মিডিয়ায় আসার আগের সময়ের।
নির্ঝর লেখেন, “সেলিব্রিটি হওয়ার পর কেউ কি নিজের গর্ভের সন্তান অস্বীকার করতে পারে? তিশা দাবি করেছেন তার আগের বিয়ের খবর ও সন্তানের বিষয়টি মিথ্যা। অথচ এই শিশুর ছবিগুলো আমরা আগেই সংগ্রহ করেছি। তিশার সাবেক স্বামী এখন দুবাইয়ে, আর সেই ঘরের সন্তান ঢাকায় দাদির কাছে বড় হচ্ছে।”
এই দাবির জবাবে রীতিমতো ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান তানজিন তিশা। তিনি দাবি করেন, ছবিগুলোতে থাকা শিশু তার ভাগ্নে ও ভাগ্নি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন:
“যারা আমার ভাগ্নে-ভাগ্নির ছবি দিয়ে ভুঁইফোড় পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের স্বপ্ন দেখছো—তাদের বলছি, আমার যত ‘লুকিয়ে রাখা’ সন্তান আছে, যদি প্রমাণসহ আমার কাছে পৌঁছে দিতে পারো, তবে আমি ২০,০০০ ডলার ভিক্ষা দিব। আর না পারলে—নিজ গালে, নিজে জুতা মারো!”
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তিশার পক্ষ নিচ্ছেন, আবার কেউ সাংবাদিক নির্ঝরের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন। তবে পুরো বিষয়টি এখনো যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।
নুসরাত