
লঞ্চ চলাচল বন্ধ
মৌসুমী বায়ুর প্রভাবে দ্বীপ জেলা ভোলায় আজ রবিবার বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। সাগর উত্তাল হওয়ায় আজো সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এত করে টানা তৃতীয় দিনের মতো আজো ভোলা জেলার অভ্যন্তরীণ ১০ টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছে।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক যাত্রী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ ট্রলার যোগে ইলিশা - লক্ষীপুর রুটে যাতায়াত করে। এতে করে যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবে ভোলা - ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু এ রুটে লঞ্চ ও ট্রাক চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের ছিলো উপচে পড়া ভীড়।
ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ভোলা জেলায় রবিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, আগামী ২/১ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দর সহকারী পরিচালক কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, সমুদ্র উত্তাল হওয়ায় সমুদ্র বন্দর গুলোতে আজো ৩ নাম্বার সতর্ক সংকেত জারি করা রয়েছে । তাই আজ রবিবার টানা তৃতীয় দিনের মতো ভোলার ইলিশা - লক্ষীপুর, দৌলতখান - আলেকজান্ডার, তজুমদ্দিন - মনপুরা ,মনপুরা - ঢাকা, হাতিয়া- ঢাকা, চরফ্যাশন - ঢাকা রুটসহ অভ্যন্তরীণ ১০ টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই রুট গুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে ।
তাসমিম