ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

অবসরের সময় এসে গেছে: টেসলার সিইও ইলন মাস্ক

প্রকাশিত: ১৩:৩১, ৬ জুলাই ২০২৫; আপডেট: ১৩:৩৩, ৬ জুলাই ২০২৫

অবসরের সময় এসে গেছে: টেসলার সিইও ইলন মাস্ক

ছবিঃ সংগৃহীত

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক আবারও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) ডি-অরবিট বা কক্ষপথ থেকে সরিয়ে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, এর কার্যকারিতা কমে আসছে এবং রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে যাওয়ায় এখন সময় মঙ্গলগ্রহে অভিযানে মনোযোগ দেওয়ার।

এক্স (পূর্বের টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন: “স্পেস স্টেশনকে এখন অবসর দেওয়ার সময় এসেছে এবং মঙ্গলগ্রহে মনোযোগ দেওয়া উচিত।”

তিনি এই মন্তব্যটি করেন এমন এক পোস্টের প্রতিক্রিয়ায়, যেখানে যুক্তরাষ্ট্রের এক বড়সড় মহাকাশ কর্মসূচিতে ব্যয় বরাদ্দের পরিকল্পনা উল্লেখ করা হয়।

১৯৯৮ সালে চালু হওয়া আইএসএস-এ ইতোমধ্যে ৩,০০০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২০২১ সালে প্রকাশিত Nature Communications-এর এক গবেষণায় বলা হয়, মাইক্রোগ্রাভিটি বা ক্ষুদ্র মাধ্যাকর্ষণ গবেষণায় আইএসএস-এর নতুন করে তেমন কিছু যোগ করার নেই, যা ইলন মাস্কের যুক্তিকে আরও জোরালো করে।

২০২২ সালে নাসার এক রিপোর্টে জানানো হয়, স্টেশনটির জীবনকাল বাড়াতে বছরে ৩ থেকে ৪ বিলিয়ন ডলার খরচ হতে পারে। এই বিশাল ব্যয় বিবেচনায় নাসা বর্তমানে অ্যাক্সিয়ম স্পেসের মতো বেসরকারি কোম্পানির স্টেশনে এবং মঙ্গলগ্রহ মিশনে উৎসাহ দিচ্ছে।

এটাই প্রথমবার নয় যে মাস্ক আইএসএস ডি-অরবিট করার আহ্বান জানালেন। চলতি বছরের ফেব্রুয়ারিতেও তিনি এক্স-এ পোস্ট করেছিলেন: “@Space_Station-এর ডি-অরবিট প্রস্তুতি শুরু করার সময় এসেছে। এটি তার কাজ সম্পন্ন করেছে। এখন খুব সামান্যই নতুন কিছু যোগ করছে। চলো, মঙ্গলে যাই।”

পরবর্তীতে আরও একটি পোস্টে তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি সুপারিশ করবেন যেন যত দ্রুত সম্ভব আইএসএস ডি-অরবিট করে ফেলা হয়।

মঙ্গলগ্রহে মানব অভিযান ২০২৯-এ?
ইলন মাস্ক বহুবার প্রকাশ্যে বলেছেন, মানবজাতির ভবিষ্যৎ মঙ্গলগ্রহে। তিনি মনে করেন, পৃথিবীর অস্তিত্বগত ঝুঁকি এড়াতে বিকল্প গ্রহে বসতি স্থাপন অপরিহার্য।

তাঁর পরিকল্পনায় ২০২৯ সালেই প্রথম মানব মিশন শুরু হতে পারে, যদি তার আগের রোবোটিক ল্যান্ডিংগুলো সফল হয়। তবে তিনি বাস্তবতা মাথায় রেখে জানিয়েছেন, ২০৩১ সাল হতে পারে আরও বাস্তবসম্মত লক্ষ্য।

এছাড়া মাস্ক এর আগেও মঙ্গলগ্রহের প্রথম শহরের জন্য নাম প্রস্তাব করেছেন: ‘টারমিনাস’।

নোভা

×