ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

এখন ঘরে বসেই জানুন, ডাক্তারের চেম্বারে কত নাম্বার রোগী দেখা হচ্ছে!

প্রকাশিত: ২২:২৯, ৫ জুলাই ২০২৫

এখন ঘরে বসেই জানুন, ডাক্তারের চেম্বারে কত নাম্বার রোগী দেখা হচ্ছে!

ছবিঃ সংগৃহীত

আজকাল ডাক্তারের চেম্বারে রোগী দেখানোর জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা একটি ভোগান্তির নাম। সিরিয়াল নিয়েও যদি ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, তাহলে তা রোগী ও স্বজনদের জন্য বিরক্তিকর, ধৈর্যচ্যুতি ও মূল্যবান সময়ের অপচয়ের কারণ হয়ে দাঁড়ায়।

তবে প্রযুক্তির যুগে এখন এই সমস্যার সমাধান চলে এসেছে হাতের মুঠোয়। ঘরে বসেই এখন আপনি জানতে পারবেন, ডাক্তারের চেম্বারে এই মুহূর্তে কত নম্বর রোগী দেখা হচ্ছে।

কীভাবে কাজ করে এই সুবিধা
বিসসয় সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (Bissoy Serial Management System) ব্যবহার করে দেশের কিছু চিকিৎসক বর্তমানে তাদের সিরিয়াল ব্যবস্থাপনা পরিচালনা করছেন। এই সিস্টেমে প্রতিটি রোগীর জন্য নির্দিষ্ট সিরিয়াল নম্বর থাকে এবং প্রতিটি রোগী দেখার পর তা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী নম্বরে অগ্রসর হয়।

এই সিরিয়াল নম্বরটি রিয়েল টাইমে অনলাইনে প্রকাশিত হয়। ফলে রোগী নিজেই যে কোনো স্থান থেকে জানতে পারেন, তার সিরিয়াল কতদূর এগিয়েছে।

আপনি কীভাবে জানতে পারবেন
ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে সংশ্লিষ্ট ডাক্তারের নাম অনুসন্ধান করলেই দেখা যাবে বর্তমানে কত নম্বর রোগী দেখা হচ্ছে। অনেক ক্লিনিক ও চেম্বারে টিভি ডিসপ্লে বা মনিটরের মাধ্যমেও সরাসরি লাইভ সিরিয়াল স্ট্যাটাস দেখা যায়।

এর উপকারিতা কী
এই প্রযুক্তি ব্যবহার করলে রোগীর সময় বাঁচে। লাইনে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট হয় না। মানসিক চাপও কমে যায়, কারণ কেউ আর আন্দাজ করে বুঝতে হয় না কখন ডাক পড়বে।

পরিবার নিয়ে গেলে অপেক্ষার কষ্টও অনেকটা কমে যায়। আর সবচেয়ে বড় বিষয়, এই আপডেটগুলো মোবাইলেই পাওয়া যায়, ফলে সবকিছু হাতের নাগালে।

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির এক নতুন দিগন্ত
এটি শুধু সময় বাঁচানোর প্রযুক্তি নয়, বরং একটি রোগীবান্ধব ও মানবিক স্বাস্থ্যসেবার পথপ্রদর্শকও বটে।

ডিজিটাল বাংলাদেশের এই অগ্রযাত্রায়, এমন উদ্ভাবন আমাদের স্বাস্থ্যসেবাকে আরও সহজ ও আধুনিক করে তুলছে।

চলুন, সবাই মিলে এই প্রযুক্তিকে কাজে লাগাই— সময় এবং শ্রম, দুটোই বাঁচাই।

সূত্রঃ টেকটিউনস

ইমরান

×