ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

পৃথিবীর চেয়ে দ্বিগুণ বড় পানিসমৃদ্ধ ‘সুপার-আর্থ’ আবিষ্কার!

প্রকাশিত: ২০:১৯, ৫ জুলাই ২০২৫; আপডেট: ২০:২০, ৫ জুলাই ২০২৫

পৃথিবীর চেয়ে দ্বিগুণ বড় পানিসমৃদ্ধ ‘সুপার-আর্থ’ আবিষ্কার!

ছবি: সংগৃহীত

খোঁজ মিলেছে আরেকটি ‘সুপার-আর্থ’-এর! পৃথিবীর চেয়ে প্রায় দ্বিগুণ বড় এবং চার গুণ বেশি ভরসম্পন্ন এই নতুন গ্রহটির নাম TOI-1846 b। এটি আমাদের পৃথিবী থেকে প্রায় ১৫৪ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এর বয়স প্রায় ৭.২ বিলিয়ন বছর—অর্থাৎ আমাদের পৃথিবীর চেয়েও পুরনো!

এই গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন মরক্কোর উকাইমেডেন অবজারভেটরির জ্যোতির্বিদ আব্দেরাহমানে সাউবকিউ-এর নেতৃত্বে কাজ করা গবেষকদল। তাঁরা নাসার TESS (Transiting Exoplanet Survey Satellite)-এর মাধ্যমে এই গ্রহটি শনাক্ত করেন।

কী জানা গেছে এই গ্রহ সম্পর্কে?

গবেষণা অনুযায়ী, TOI-1846 b-এর ব্যাস পৃথিবীর ১.৭৯ গুণ এবং ভর প্রায় ৪.৪ গুণ বেশি। এটি মাত্র ৩.৯৩ দিনে এর নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে। এই গ্রহের ‘equilibrium temperature’ ধরা হয়েছে ৫৬৮ কেলভিন (প্রায় ২৯৫ ডিগ্রি সেলসিয়াস)।

বিজ্ঞানীরা বলছেন, গ্রহটি সম্ভবত পানিসমৃদ্ধ (water-rich), তবে এর সঠিক গঠন ও উপাদান জানতে আরও রেডিয়াল ভেলোসিটি (RV) পর্যবেক্ষণের প্রয়োজন। গবেষণা অনুযায়ী, এই পর্যবেক্ষণের জন্য MAROON-X যন্ত্রটি ব্যবহারযোগ্য হতে পারে।

নক্ষত্র TOI-1846 সম্পর্কেও যা জানা গেছে:

  • এটি আমাদের সূর্যের চেয়ে অনেক ছোট।
  • এর ভর সূর্যের ৪২ শতাংশ এবং আকার ৪০ শতাংশ।
  • এর তাপমাত্রা ৩৫৬৮ কেলভিন।
  • নক্ষত্রটির বয়সও TOI-1846 b-এর মতোই প্রায় ৭.২ বিলিয়ন বছর।

অন্য একটি ‘সুপার-আর্থ’-এর খোঁজ

এর আগে ২০২৫ সালের শুরুতে আরও একটি সুপার-আর্থ আবিষ্কৃত হয়েছিল — HD 20794 d। এটি পৃথিবীর ৬ গুণ ভরসম্পন্ন এবং সম্ভাব্যভাবে এর পৃষ্ঠে তরল পানি থাকতে পারে। এটি ২০ আলোকবর্ষ দূরে একটি সূর্যসদৃশ নক্ষত্রের ‘হ্যাবিটেবল জোন’-এ আবর্তন করছে।

তবে এর কক্ষপথ উপবৃত্তাকার (elliptical) হওয়ায় বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন, এটি সত্যিই প্রাণধারণে সক্ষম কি না।

TOI-1846 b গ্রহটি ভবিষ্যতে জীবনের সম্ভাবনা ও পানিসম্পদের উপস্থিতি বিশ্লেষণে এক গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। গ্রহটির গঠন বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা আরও অনেক অজানা রহস্য উদঘাটনের প্রত্যাশা করছেন।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×