ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

গাইবান্ধা জেলা শাখার আমীর মো. আব্দুল করিম সরকার

ইয়াজিদি কায়দায় দেশ চালানোর বিরোধিতা করায় জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে

রাহুল ইসলাম রুবেল, গাইবান্ধা

প্রকাশিত: ১৩:২৪, ৬ জুলাই ২০২৫; আপডেট: ১৩:২৫, ৬ জুলাই ২০২৫

ইয়াজিদি কায়দায় দেশ চালানোর বিরোধিতা করায় জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে

ছবি: জনকণ্ঠ

"আওয়ামী লীগ একটি পারিবারিক দল। তারা ইয়াজিদি কায়দায় দেশ চালাত, আর এই সিস্টেমের বিরোধিতা করায় জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তারপরেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দমানো সম্ভব হয়নি, বরং আওয়ামী লীগই এদেশের মানুষের কাছে পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে," মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর মো. আব্দুল করিম সরকার। তিনি আরও বলেন, "আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। আগামীদিনে যারা ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করবে, তাদেরকে জনগণ প্রতিহত করবে।"

জেলা আমীর আরও বলেন, "আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বচ্ছ ভোটে যারা বাধাগ্রস্ত করতে চাইবে, তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে।" আজ ৬ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মাওলানা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. জহুরুল হক। সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ওবায়দুল হকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি মো. নুরুন্নবী সরকার, বাইতুল মাল সেক্রেটারি মো. জামিনুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মো. মাওলানা শামসুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. আব্দুর রহমান, উপজেলা কর্ম পরিষদ সদস্য আমীর হোসেন প্রমুখ।

সাব্বির

×