ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ১১:১২, ৬ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি: জনকণ্ঠ

মুন্সীগঞ্জের শ্রীনগর রেজিস্ট্রি অফিসের সামনের দোকানপাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত  দুপুর ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাঠ ও টিন নির্মিত আনুমানিক ১৯টি দোকানে একযোগে আগুন ধরে যায়। এসব দোকানের মধ্যে দলিল লেখকদের অফিস ছাড়াও ছিল মুদি দোকান, টি-স্টল, খাবার হোটেল, ভ্যারাইটিজ স্টোর এবং ফটোকপির দোকান। একটি দোকানে একাধিক দলিল লেখক কাজ করতেন বলে মালিকের সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনসহ পার্শ্ববর্তী স্টেশন থেকে মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসে বিকাল ৩টায় এবং সম্পূর্ণ নির্বাপিত হয় ৪ টায়।

এ ঘটনায় প্রাথমিকভাবে আনুমানিক বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির কথা জানা গেছে, তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

সাব্বির

×