
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। রোববার (৬ জুলাই) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ হিসেবে আখ্যায়িত করেন।
সামান্থা লিখেছেন, "বাংলার ইয়াজিদ হাসিনার গুম, খুন ও ক্রসফায়ারে কত নারীর জীবনে নেমে এসেছে অকাল বৈধব্য! এসব ঘটনা একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’-কেও হার মানাবে।"
তিনি বলেন, হযরত ইমাম হোসেন (রা.) ও তাঁর সহচরদের আত্মত্যাগ মানব ইতিহাসে সত্য, ন্যায় ও স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক। গাজা থেকে বাংলাদেশ—বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান স্বৈরাচার ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে কারবালার চেতনা এখনো প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ী।
নারী সাহসিকতার প্রসঙ্গে তিনি বলেন, "উম্মে লাইলা, বারাব বিনতে ইমরুল কায়েস এবং হযরত জয়নাব (আ.)—তাদের আত্মত্যাগ ও দৃঢ়তা আজও নারীদের জন্য আদর্শ। স্বামী, পিতা বা সন্তান হারানোর পরও তাঁরা মাথা নত করেননি।"
ফেসবুক পোস্টের আরেক অংশে সামান্থা লেখেন, "এই দুনিয়ার প্রতিটি জনপদ যেন একেকটি কারবালা, প্রতিটি দিন আশুরার প্রতিচ্ছবি।" এক তরুণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "যিনি একবার প্রশ্ন রেখেছিলেন, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে?"—এই প্রশ্ন আজও আমাদের বিবেককে নাড়া দেয়।
শিহাব