
ছবি: সংগৃহীত
যদি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না করে তড়িঘড়ি নির্বাচন করা হয়, তাহলে আবারও বড় ধরনের গণ-অভ্যুত্থানের সম্মুখীন হতে পারে দেশ। তাই কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে নির্বাচন আয়োজন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘নির্বাচিত সরকার না থাকলে দেশে অনেক ধরনের ঝুঁকি থাকে। আমাদেরকে নির্বাচনের দিকে যেতেই হবে। তবে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে যেন আবারও কোনো সমস্যা তৈরি না হয়।
নুরুল হক নুর বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের যে স্পিরিটি ছিল, শুরুটা ছিল একটি যৌক্তিক ছাত্র আন্দোলন। ক্রমাগত রাষ্ট্রীয় বাহিনী, সরকারি দল, তাদের দমন-পীড়ন এবং সবশেষ পুরো রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দেওয়া-যেটি সমস্ত মানুষের বিবেককে নাড়া দিয়েছে, সেখানে সবাই রাজপথে নেমেছে।’
শিহাব