
ছবি: দৈনিক জনকণ্ঠ
বিগত আওয়ামী লীগের সরকারের সময়ে মামলা ও কারাভোগের পর স্থানীয় ক্যাডারদের একাধিকবার হামলার শিকার হওয়ার একপর্যায়ে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বিএনপি নেতা মামুন বেপারী।
সেই থেকে টানা ১৬ বছর ইতালীতে থেকেও বিভিন্ন মাধ্যমে দলের সকল কর্মসূচি সফল করতে বলিষ্ঠ ভূমিকা রাখায় প্রবাস জীবনে মামুন বেপারী ইতালী বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাস্তবায়ন কমিটির সদস্য ও ইতালীর রোম মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যাদের কারণে টানা ১৬ বছর দেশের মায়া ত্যাগ করে প্রবাস জীবন কাটাতে হয়েছে সেই আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় রবিবার (৬ জুলাই) স্বদেশ প্রত্যাবর্তন করেছেন মামুন বেপারী।
বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ গ্রামের বাসিন্দা ইতালী রোম মহানগর বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মামুন বেপারীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের সরকারি বাংলা কলেজ শাখার সহ-সভাপতি রবিউল ইসলাম, অলি রহমান, ঢাকার উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, গৌরনদী উপজেলা যুবদল নেতা মো. আল-আমিন, ঢাকা কোতোয়ালী থানা ছাত্রদলের সদস্য রাকিব হোসেন আলভি, গুলশান থানা স্বেচ্ছাসেবক দল নেতা মো. আরিফ হোসেন, ছাত্রদল নেতা ইব্রাহীম বয়াতীসহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৬ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করে এয়ারপোর্ট থেকে বিএনপি নেতা মামুন বেপারী দলীয় নেতাকর্মীদের নিয়ে ছুটে যান তার রাজনৈতিক নেতা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের বাসায়।
অপরদিকে ১৬ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করা বিএনপি নেতা মামুন বেপারীকে বরণ করার জন্য দলীয়ভাবে তার গ্রামের বাড়ি গৌরনদীতেও চলছে ব্যাপক আয়োজন।
নোভা