
প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে
বিদায় নেওয়া ২০২৪-২৫ অর্থবছরের শেষ কার্যদিবস সোমবার (৩০ জুন) দেশের শেয়ারবাজারে দরপতন হলেও নতুন অর্থবছর ২০২৫-২৬ এর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক বেড়েছে। একইসঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের গতি।
এর আগ গত সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলেও শেষ চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। তবে দ্বিতীয় কার্যদিবস বা ২০২৪-২৫ অর্থবছরের শেষ কার্যদিবসে শেয়ারবাজারে দরপতন হয়। চলতি অর্থবছরের প্রথমদিন মঙ্গলবার (১ জুলাই) ব্যাংক হলি ডে’র কারণে শেয়ারবাজারে লেনদেন হয়নি।
অর্থবছরের প্রথম কার্যদিবস বুধবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। লেনদেনের শেষ পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠানের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। ফলে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি ডিএসইতে সবকটি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।