ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

এফবিসিসিআই নির্বাচন পিছাল ৪৫ দিন

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:৩২, ২ জুলাই ২০২৫

এফবিসিসিআই নির্বাচন পিছাল ৪৫ দিন

এফবিসিসিআই নির্বাচন পিছাল ৪৫ দিন 

ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনের সময়সীমা ৪৫ দিন বাড়িয়েছে সরকার। প্রথমবারের মতো ডিভিসি (ডকুমেন্টস অব ভেরিফিকেশন কোড) অডিট দাখিলের বাধ্যবাধকতা নিয়ে চরম জটিলতায় পড়েছে দেশের বাণিজ্য সংগঠনগুলো। প্রায় ৮০ ভাগ বাণিজ্য সংগঠন (অ্যাসোসিয়েশন ও চেম্বার) এফবিসিসিআইয়ের ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়।

এ অবস্থায় এফবিসিসিআইয়ের নির্বাচনকেন্দ্রিক জোট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ নির্বাচনের সময়সীমা তিনমাস পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। শুধু তাই নয়, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন, বাণিজ্য সচিব, মহাপরিচালক বাণিজ্য সংগঠন অনুবিভাগ ও এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ড চেয়ারম্যান বরাবর তিনি তিনমাস নির্বাচনের সময়সীমা বৃদ্ধির জন্য লিখিত আবেদন করেন। এ প্রসঙ্গে ব্যবসায়ী নেতা মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, ৪৫ দিন সময়সীমা বাড়ানোর ফলে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ উদ্যোগের জন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান তিনি।

এছাড়া বাণিজ্য সংগঠনগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনের সময় ৪৫ দিন বৃদ্ধি হওয়ার কারণে- সংগঠনের প্রয়োজনীয় কাগজপত্র পূর্ণাঙ্গভাবে ও সঠিকভাবে ডিভিসি ও জয়েন্ট স্টক কোম্পানির রিটার্ন সাবমিশন কমপ্লিট না করে অপূর্ণাঙ্গ কাগজপত্র নির্বাচন বোর্ড বরাবর জমাদান থেকে বিরত থাকুন। ইতোমধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ বিনা খরচে ডিভিসি অডিট দাখিল, নোটারি ও প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহে ব্যবসায়ীদের সহযোগিতার উদ্যোগ নিয়েছে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়-উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিভিন্ন বাণিজ্য সংগঠন এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২৫-২৬ ও ২০২৬-২৭) এর সময় বৃদ্ধির জন্য আবেদন জানিয়েছে। উক্ত আবেদনসমূহে সময় বৃদ্ধির কারণ হিসেবে নি¤েœাক্ত বিষয়সমূহ উল্লেখ করা হয়েছে :
(ক) এফবিসিসিআই এর অধিভুক্ত চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর আরজেএসসির অনলাইন রিটার্ন দাখিলের স্বার্থে নির্বাচনের সময় বৃদ্ধি করা, (খ) বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ অনুযায়ী চেম্বারের আয়-ব্যয় হিসাব ও অডিট রিপোর্ট দাখিল করা, (গ) অ্যাসোসিয়েশনের ডিভিসিসহ অডিট সম্পন্ন করা এবং তা আরজেএসসিতে জমা দেওয়া নির্বাচনে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা। ০২। এমতাবস্থায়, চেয়ারম্যান, নির্বাচন বোর্ড, এফবিসিসিআই এর স্বাক্ষরিত পত্র, বিভিন্ন সংগঠনের আবেদন এবং এফবিসিসিআইয়ের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২৫-২৬ ও ২০২৬-২৭) এর সময় ৪৫ (পঁয়তাল্লিশ) দিন বৃদ্ধি করাসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে, এফবিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২৫-২৬ ও ২০২৬-২৭) এর সময় আরও ৪৫ দিন বৃদ্ধি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ওই সময়সীমা অনুযায়ী, এফবিসিসিআই নির্বাচন বোর্ড নির্বাচন আয়োজনের পুনর্তফসিল শীঘ্রই ঘোষণা করবে।

×