
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, নীতি সহায়তার অভাবে বাংলাদেশের মোট দেশজ উপৎপাদন বা জিডিপিতে কাক্সিক্ষত অবদান রাখতে পারছে না এই খাত। তাই এসএমই উদ্যোক্তাদের ডেটাবেজ তৈরিসহ তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনকে সহায়তা দেবে সরকার।
বুধবার এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে ২১ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অর্থ উপদেষ্টা বলেন, এসএমই উদ্যোক্তাদের সবচেয়ে বড় সংকট অর্থায়ন। তাই এসএমই উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বাড়াতে ব্যাংকারদের ইতিবাচক মানসিকতা প্রয়োজন।
এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় এসএমই উদ্যোক্তাদের মাঝে বিতরণকৃত ঋণের পরিশোধের প্রায় শতভাগ হওয়ায় সন্তোষ প্রকাশ করে অর্থ উপদেষ্টা বলেন, প্রয়োজনে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ঋণ বিতরণের পরিমাণ বাড়ানো যেতে পারে। এছাড়া আগামী ডিসেম্বর মাসের মধ্যে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ কিছু সংস্কার কাজ শেষ করার ঘোষণা দেন অর্থ উপদেষ্টা।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশন প্রায় ২০ লক্ষাধিক উদ্যোক্তাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেবা প্রদান করেছে, যাদের মধ্যে আড়াই লক্ষাধিক সরাসরি সুবিধাভোগী উদ্যোক্তা এবং ৫৫% নারী-উদ্যোক্তা।