ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বিশ্বে আইফোন ব্যবহারের শীর্ষে কোন দেশ?

প্রকাশিত: ০২:৩৪, ৩ জুলাই ২০২৫

বিশ্বে আইফোন ব্যবহারের শীর্ষে কোন দেশ?

সম্প্রতি জার্মান ডেটা পোর্টাল Statista দ্বারা প্রকাশিত একটি বৈশ্বিক গ্রাহক জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্র (USA) বিশ্বের মোট সক্রিয় iPhone ডিভাইসের পঞ্চমাংশের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ, বিশ্বের মোট ১.৩৮২ বিলিয়ন সক্রিয় iPhone ব্যবহারকারীর মধ্যে প্রায় ২৭.৩৯% ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।

এই পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের iPhone ব্যবহারকারীর সংখ্যা ১৩০.১ মিলিয়ন, যা গত এক বছরে ৪.৩৩% বৃদ্ধি পেয়েছে। 

বিশ্বব্যাপী iPhone-এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ২০২৫ সালে iPhone ব্যবহারকারীর সংখ্যা ১.৫৬ বিলিয়ন ছাড়ানোর পূর্বাভাস রয়েছে।

উল্লেখযোগ্য যে, জাপানে মোট স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে ৭০% iPhone ব্যবহার করে, যা বিশ্বের সর্বোচ্চ হার।

অপরদিকে, বাংলাদেশে iPhone ব্যবহারকারীর সংখ্যা মোট স্মার্টফোন ব্যবহারকারীর মাত্র ১%।

 

রাজু

×