ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ট্রাম্পের সাথে মাস্কের দ্বন্দ্বের জেরে টেসলার বিক্রিতে ধস!

প্রকাশিত: ০৭:৪৩, ৩ জুলাই ২০২৫

ট্রাম্পের সাথে মাস্কের দ্বন্দ্বের জেরে টেসলার বিক্রিতে ধস!

ছ‌বি: সংগৃহীত

ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে বিশ্বব্যাপী গাড়ি বিক্রিতে ১৩ শতাংশ পতনের কথা জানিয়েছে। গত বছর এই সময়ে তারা বিক্রি করেছিল ৪৪৩,৯৫৬টি গাড়ি, কিন্তু এবছর একই সময়ে বিক্রি হয়েছে মাত্র ৩৮৪,১২২টি।

বিশ্লেষকরা মনে করছেন, এই পতনের পেছনে প্রতিষ্ঠাতা ইলন মাস্কের যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সক্রিয় ভূমিকা একটি বড় কারণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মাস্ক হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি "ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি (DOGE)" নামক একটি সরকার হ্রাসমূলক উদ্যোগের নেতৃত্ব দেন, যা বিভিন্ন মহলে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

এই পদক্ষেপের ফলে অনেক গ্রাহক টেসলার প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে শুরু করেন। সামাজিক মাধ্যমে এবং বাজারে টেসলার ইমেজ ক্ষতিগ্রস্ত হয় বলে অনেকে মনে করেন।

সম্প্রতি মাস্ক ও ট্রাম্পের মধ্যে ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামক একটি বড় আইন প্রণয়নের বিষয়ে মতবিরোধ দেখা দেয়। এই মতবিরোধ তাদের রাজনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলে এবং গণমাধ্যমে তা ব্যাপকভাবে আলোচিত হয়।

সব মিলিয়ে রাজনৈতিক বিতর্ক, জনসমর্থনের হ্রাস ও মাস্কের বিতর্কিত ভূমিকা টেসলার বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

এম.কে.

×