ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কুমিল্লায় মাদক ব্যবসা নিয়ে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ১

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ১৩:২৫, ৩ জুলাই ২০২৫; আপডেট: ১৪:০৫, ৩ জুলাই ২০২৫

কুমিল্লায় মাদক ব্যবসা নিয়ে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ১

ছবি: জনকণ্ঠ

কুমিল্লায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ, গুরুতর আহত -১, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। 

কুমিল্লার মুরাদনগরে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের দুই মহিলাসহ তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন মুরাদনগরের আকবপুর ইউনিয়নের কড়ই বাড়ি গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৪৭), হাবিবুর রহমানের ছেলে রাসেল মিয়া (৩৫), মেয়ে জোনাকি (৩০)। এ ঘটনায় রুমা (২৮) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, ওই পরিবার মাদক ব্যবসার থাকে সাথে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয় গ্রামবাসীদের আনুমানিক ২/৩শত অজ্ঞাত ব্যক্তি একই পরিবারের ওই তিনজনকে পিটিয়ে ঘটনাস্থলে হত্যা করে। পুলিশ জানায়, নিহতদের মধ্যে রুবির বিরুদ্ধে ১১ টি, রাসেলের বিরুদ্ধে ৬ টি ও জোনাকির বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। এই ঘটনার ঘটনার খবর পেয়ে কুমিল্লা থেকে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। 

এছাড়াও গোয়েন্দা সংস্থার লোকজনও ঘটনাস্থলে যান। এ ঘটনায় এলাকা তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুপুরে এরিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছড়া নিহতদের মরদেহ তিনটি ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে। 

আবির

আরো পড়ুন  

×