
ছবি: জনকণ্ঠ
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে অভিনব কৌশলে মাছ পাচারের সময় তিনশ কেজি মা মাছ আটক করেছে কর্তৃপক্ষ। প্রতিবছর মা মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে হ্রদে তিন মাস মাছ শিকার নিষিদ্ধ থাকে।
এই সুযোগে এক শ্রেণির জেলে রাতে মা মাছ শিকার করে চোরাই পথে পাচারের চেষ্টা করে। বুধবার রাত নয়টার দিকে ‘রিলাক্স’ নামে একটি যাত্রীবাহী বাস থেকে মাছগুলো আটক করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) রাঙামাটি শাখা।
বিএফডিসির মার্কেটিং অফিসার সূত্রে জানা যায়, শহরের প্রবেশমুখে তল্লাশির সময় বাসটিতে বিশেষভাবে রাখা প্রায় তিনশ কেজি মাছ ধরা পড়ে। মা মাছ শিকার নিষিদ্ধ থাকা অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যাত্রীবাহী বাসে মাছ পাচার করা হচ্ছিল। প্রায় লাখ টাকার এই মাছ উদ্ধার করে রাঙামাটির মানিকছড়ি চেকপোস্টে বাসটি আটক করা হয় বলে বিএফডিসির মার্কেটিং অফিসার আদনান নিশ্চিত করেছেন।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মানিকছড়ি চেকপোস্টের একটু আগে বাসটিকে ধাওয়া করে আটক করা হয়। পরে বাসটির ভেতরে বিশেষভাবে রাখা ট্যাংকে ভরা তিনশ কেজি মাছ জব্দ করা হয়। বাসসহ মাছগুলো বিএফডিসির জিম্মায় আনা হয়েছে।
এ ঘটনায় কারা জড়িত, তা এখনো জানা যায়নি। উদ্ধারকৃত মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
শহীদ