
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন কমিশন যদি নিজেদের নিরপেক্ষ হিসেবে প্রমাণ করতে চায়, তাহলে সেটি করতে হবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমেই। তিনি বলেন, “জাতীয় নির্বাচন আয়োজনের আগে স্থানীয় নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাইয়ের সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম।”
এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের আস্থা ফেরানো জরুরি। এর জন্য স্থানীয় নির্বাচন হতে পারে একটি পরীক্ষামূলক মডেল, যার মাধ্যমে বোঝা যাবে নির্বাচন কমিশন আদৌ স্বাধীনভাবে কাজ করতে সক্ষম কি না।”
তিনি আরও বলেন, “আমরা চাই একটি অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন হোক। কিন্তু তার আগে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খাতগুলোর — যেমন বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী — সংস্কার জরুরি। অন্যথায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
জামায়াতের এ নেতা দাবি করেন, “বর্তমান নির্বাচন ব্যবস্থায় ক্ষমতাসীন দলের প্রভাব, প্রশাসনিক পক্ষপাত, কালো টাকার ছড়াছড়ি এবং পেশিশক্তির ব্যবহার নির্বাচনের গ্রহণযোগ্যতা হুমকির মুখে ফেলেছে। এসব সমস্যার সমাধান না করে জাতীয় নির্বাচন আয়োজন করা মানে হবে জনগণের সঙ্গে প্রতারণা।”
গোলাম পরওয়ার আরও বলেন, “আমরা নির্বাচন বয়কট করতে চাই না। কিন্তু অংশগ্রহণের জন্য অন্তত একটি ন্যূনতম গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে তা যাচাই সম্ভব।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, “গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার স্বার্থে নির্দলীয় সরকার এবং পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন করুন।”
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও রাজনৈতিক সংকট উত্তরণের পথ হিসেবে স্থানীয় সরকার নির্বাচন এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। জামায়াতে ইসলামীর মতো দলগুলোর এই দাবির প্রেক্ষিতে আগামী দিনের রাজনৈতিক ঘটনাপ্রবাহের দিক নির্ধারণ হতে পারে।
Jahan