ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

শিশু হাসপাতালের অবৈধ নিয়োগ বাতিল করুন: এনসিপি নেতা জাহিদুল বারী

প্রকাশিত: ১৮:৪২, ৪ জুলাই ২০২৫

শিশু হাসপাতালের অবৈধ নিয়োগ বাতিল করুন: এনসিপি নেতা জাহিদুল বারী

বাংলাদেশের শিশু স্বাস্থ্যের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিশু হাসপাতালে সম্প্রতি ৬৫ জন চিকিৎসকের নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগকে অনিয়মতান্ত্রিক বলে নিয়োগ বাতিল চেয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম চিকিৎসক নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. জাহিদুল বারী।

এক বিবৃতিতে ডা. জাহিদুল বারী বলেন একটি রাজনৈতিক দলকে খুশি করতে রাতের অন্ধকারে সেই দলের অনুসারী ৬৫ জন চিকিৎসককে একযোগে নিয়োগ দেয়া হয়েছে। এটি বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি কলঙ্ক হিসেবে ইতিহাস হয়ে থাকবে।

ডা. বারী অনতিবিলম্বে এই অনভিপ্রেত নিয়োগ বাতিল করে নিয়মতান্ত্রিক বিজ্ঞপ্তি ও পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে মেধাবী চিকিৎসকদেরকে নিয়োগ প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান।

রিফাত

×