ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

শোবার ঘরে বিষধর  শঙ্খিনী, অতঃপর উদ্ধার 

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

প্রকাশিত: ০০:২১, ৫ জুলাই ২০২৫

শোবার ঘরে বিষধর  শঙ্খিনী, অতঃপর উদ্ধার 

দৈনিক জনকণ্ঠ

চট্টগ্রামের পটিয়ায় শোবার ঘর থেকে বিষধর একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার রাত ১১টায় পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মাহাদাবাদ গ্রামের পাতিলা বাপের ঘর থেকে এ সাপটি করেছেন বন্য প্রাণী প্রেমী নাঈম উদ্দিন বিজয়। 

জানা গেছে, রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নে একটি শোবার ঘরে বিষধর শঙ্খিনী সাপ দেখতে পান।  এসময় পরিবারের লোকজন চিৎকার করলে স্থানীয় লোকজন জড়ো হয়।

 পরে সাপটি উদ্ধার করতে বন্য প্রাণী প্রেমী নাজিম উদ্দিনকে খবর দেন। পরে তিনি গিয়ে কৌশলে সাপটি উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে যান।  কাল (শনিবার) শঙ্খিনী সাপটি পাহাড়ে অবমুক্ত করবেন বলে জানান। 
 

হ্যাপী

আরো পড়ুন  

×