ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

মসজিদ হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা ও সমাজসেবার কেন্দ্রবিন্দু: বায়তুল মোকাররমের খতিব

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ 

প্রকাশিত: ০২:৩৩, ৫ জুলাই ২০২৫; আপডেট: ০২:৩৩, ৫ জুলাই ২০২৫

মসজিদ হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা ও সমাজসেবার কেন্দ্রবিন্দু: বায়তুল মোকাররমের খতিব

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোঃ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ বলেছেন-মসজিদ হচ্ছে মুসলমানদের ইবাদত ও সমাজ গঠনের কেন্দ্র, এটি শুধু নামাজের স্থান নয়, বরং জ্ঞান-প্রজ্ঞা ও সমাজসেবারও কেন্দ্রবিন্দু। শুক্রবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ জামে মসজিদের ভিত্তি ফলক উম্মোচন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মসজিদ নির্মাণে সকলের আর্থিক ও নৈতিক সহযোগিতাও কামনা করেন তিনি। 

কলেজ ময়দানে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট আ.ফ.ম নূরতাজ আলম বাহার, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

রাজু

×