ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

আজ সিরিজ বাঁচাতে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৩, ৫ জুলাই ২০২৫

আজ সিরিজ বাঁচাতে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

সংগৃহীত প্রতীকী ছবি

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ (শনিবার, ০৫ জুলাই ২০২৫) শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হেরে যাওয়ায়, সিরিজ বাঁচিয়ে রাখতে টাইগারদের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে জিতলে সিরিজে ১-১ সমতা ফিরবে এবং তৃতীয় ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হবে।

ম্যাচের বিস্তারিত:

  • ম্যাচ: দ্বিতীয় ওয়ানডে

  • সিরিজ: বাংলাদেশ বনাম শ্রীলংকা, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ, ২০২৫

  • তারিখ: ০৫ জুলাই ২০২৫, শনিবার

  • সময়: বাংলাদেশ সময় দুপুর ৩:০০টা (শ্রীলংকার স্থানীয় সময় দুপুর ২:৩০টা)

  • ভেন্যু: আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলংকা

কোথায় দেখবেন: এই ম্যাচটি সনি লিভ (SonyLIV) এবং ফ্যানকোড (FanCode) অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও আইসিসি ম্যাচ সেন্টারে লাইভ আপডেট পাওয়া যাবে।

প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ২৫৫ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। জবাবে শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৪ রান করে। কিন্তু এরপর বাংলাদেশ মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রানে অলআউট হয়ে যায়, যা তাদের ৭৬ রানে হারের কারণ হয়। আজকের ম্যাচে টাইগাররা ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর।

সাব্বির

×