ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সেমির টিকিটের লড়াইয়ে পিএসজি-বায়ার্ন ও রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড

ক্লাব বিশ^কাপে দুই হাইভোল্টেজ ম্যাচ আজ

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ০১:১৯, ৫ জুলাই ২০২৫

ক্লাব বিশ^কাপে দুই হাইভোল্টেজ ম্যাচ আজ

.

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ সকালে মুখোমুখি হচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও ইংলিশ ক্লাব চেলসিম্যাচটি ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যানসিয়াল ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭ টায় অনুষ্ঠিত হবেএই দুই দলের মধ্যে চেলসি অবশ্য ফেভারিটএদিন রাত ১০ টায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখআটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি দেখতে মুখিয়ে আছে দর্শকরাদিবাগত রাত দুটায় রয়েছে আরও একটি ম্যাচসেই ম্যাচে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইংলিশ দুই জায়ান্ট; রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডক্লাব বিশ্বকাপের এই সিজনে মাঠের খেলায় বেশ ছন্দে রয়েছে দলগুলোকোয়ার্টার ফাইনালের বাধা ডিঙিয়ে শেষ চারে জায়গা করে নিতে দৃঢ় প্রত্যয়ী তারাতবে এই আসরে প্রত্যাশার চেয়ে অনেক কম পারফরম্যান্স করে হতাশ করেছে আর্জেন্টাইন বিশ^কাপ জয়ী তারকা লিওনেল মেসির দল ইন্টার মায়ামিপিএসজির কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল তারা

এই টুর্নামেন্টের নকআউট পর্বের প্রথম ধাপে একাধিক অঘটনসহ দেখা মিলেছে বেশ কিছু নাটকীয় ঘটনারশেষ ষোলোয় সবচেয়ে বড় অঘটন ছিল আল হিলালের কাছে ম্যানচেস্টার সিটি ও ফ্লুমিনেন্সের কাছে ইন্টার মিলানের হারফলে শেষ আটে ইউরোপ থেকে টিকে রইল পাঁচটি দলরিয়াল ও ডর্টমুন্ড ছাড়া টিকে থাকা অন্য তিন দল হলো পিএসজি, বায়ার্ন মিউনিখ ও চেলসি

ক্লাব বিশ্বকাপের অন্যতম চমক ছিল ব্রাজিলিয়ান ক্লাবগুলোর পারফরম্যান্সটুর্নামেন্টে অংশ নেওয়া চারটি ক্লাবের চারটিই উঠে এসেছিল শেষ ষোলোয়কিন্তু এখান থেকে বাড়ি ফিরে গেছে দুটি ক্লাববোতাফোগো ও ফ্ল্যামেঙ্গো কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেতবে দক্ষিণ আমেরিকার প্রতিনিধি হিসেবে টিকে আছে পালমেইরাস ও ফ্লুমিনেন্সএকমাত্র এশিয়ান দল হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টিকে আছে আল হিলালএদিকে শেষ আটে উঠতে পালমেইরাসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন পলিনিয়োগুরুত্বপূর্ণ ম্যাচে একক প্রচেষ্টায় একটি গোলও করছেন তিনিএই দলের হয়ে রিচার্ড রিও মিডফিল্ডারে দারুণ ভূমিকা পালন করেছেনতবে পালমেইরাসের প্রতিপক্ষ শক্তিশালী চেলসিক্রিস্টোফার এনকুঙ্কু, পেদ্রো নেতো ও রিস জেমস চেলসির হয়ে ভালো খেলছেনঅন্যদিকে বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখও দারুণ ছন্দে রয়েছে

×