
ছবি: সংগৃহীত
নারী এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। ইতিমধ্যে বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে এই ম্যাচটিও গুরুত্বপূর্ণ।
ম্যাচের সময় ও দেখার সুযোগ: আজ (শুক্রবার, ৪ জুলাই ২০২৫) সন্ধ্যা ৬:৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। খেলাটি ইউটিউব এবং পাইওয়ান প্লে স্পোর্টসে সরাসরি দেখা যাবে।
গত ম্যাচে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। সেই জয় এবং গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের ড্র বাংলাদেশকে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নিশ্চিত করে। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত পর্বটি ২০২৭ সালের নারী বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও কাজ করবে, যা এই দলের জন্য এক ঐতিহাসিক অর্জন।
সাব্বির