
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের একটি বড় সাফল্য হিসেবে শুক্রবার (৪ জুলাই) "ওয়ান বিগ, বিউটিফুল বিল" নামক আইনটিতে স্বাক্ষর করেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে হোয়াইট হাউজের সাউথ লনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই আইন স্বাক্ষর করেন তিনি।
এই নতুন আইনটিকে ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "এটা আসলে প্রতিশ্রুতি পূরণের প্রমাণ — 'প্রমিসেস মেইড, প্রমিসেস কেপ্ট'।" অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং কংগ্রেসের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।
আইনটির মাধ্যমে কর হ্রাস, সামরিক খাতে ব্যয় বৃদ্ধি, ইমিগ্রেশন আইন প্রয়োগ জোরদার করা এবং মেডিকেইডে বড় পরিমাণ কাটছাঁটের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পদক্ষেপগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই বিলকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে জানায়, তারা এই আইন অনুযায়ী ১৬৫ বিলিয়ন ডলার বরাদ্দ পাচ্ছে। বিভাগটি এক্স-এ (পূর্বের টুইটার) পোস্টে লেখে, "প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিশ্রুতি রাখছেন এবং আমেরিকান জনগণের জন্য ফলাফল আনছেন। এই বরাদ্দ আমাদেরকে সীমান্ত সুরক্ষা, অপরাধী অবৈধ অভিবাসীদের বহিষ্কার এবং আমেরিকাকে নিরাপদ রাখতে সহায়তা করবে।"
বিলটি পাসের আগে কংগ্রেসে ব্যাপক আলোচনা ও মতবিরোধ হয়েছে। আইনটিকে ঘিরে ট্রাম্পপন্থী রিপাবলিকানরা যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তেমনি মেডিকেইডে বাজেট কাটছাঁটের কারণে ডেমোক্র্যাটরা এবং কিছু রিপাবলিকানও সমালোচনা করেছেন।
এই আইনটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এজেন্ডার একটি মূল ভিত্তি হিসেবে ধরা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এম.কে.