
ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ-এর অংশীদারিত্বে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬৪ টি দল অংশগ্রহণ করেন।
শুক্রবার (০৪ জুলাই) সকালে ঢাকা কলেজের আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে মোঃ শাহাদাত হোসাইনের সভাপতিত্বে ও আবু বকর সাঈম এর সঞ্চালনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতাটি শনিবার চূড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার এবং ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির চীফ মডারেটর অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব এ কে এম রফিকুল আলম , ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির মডারেটর রাশিদা আকতার গাজী, ডক্টর নাজমুন খাতুন এবং দ্যা বাংলাদেশ ডাইলগ এক্সিকিউটিভ ডিরেক্টর রুবাইয়াত মান্নান রাফি।
এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে গণতন্ত্রকে গঠনকারী মৌলিক বিষয়গুলির উপর সমালোচনামূলক আলোচনার উত্থাপন করে। এটি সুষ্ঠ নির্বাচন, বাকস্বাধীনতা এবং ন্যায়বিচারের মতো বিষয়গুলিতে তরুণদের কণ্ঠস্বরকে ক্ষমতায়িত করে। যা "গণতন্ত্রের কণ্ঠস্বর: পুনর্বিবেচনা বাংলাদেশ"কে মূর্ত করে।
আঁখি