ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

দেশের মানুষ আর কোনো স্বৈরশাসন দেখতে চায় না :এবিএম কামাল হোসাইন

বিপ্লব ঘোষ, দোহার-নবাবগঞ্জ, ঢাকা

প্রকাশিত: ১৭:১৪, ৫ জুলাই ২০২৫

দেশের মানুষ আর কোনো স্বৈরশাসন দেখতে চায় না :এবিএম কামাল হোসাইন

ছবি: জনকণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার  সহকারী সেক্রেটারী এবিএম কামাল হোসাইন বলেছেন, বিগত সাড়ে সতেরো বছরের শাসনে দেশের মানুষ অতিষ্ট হয়ে পড়েছিল। গত বছর জুলাই-আগষ্ট আন্দোলনের মাধ্যমে দেশের এক লজ্জ্বাজনক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। দেশের মানুষ আর কোনো স্বৈরশাসন দেখতে চায় না।

আজ শনিবার (৫ জুলাই) বেলা ১২টায় ঢাকার  দোহার পৌরসভা জামায়াতের ষান্মাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন বক্তব্য দেন।

 

 

এবিএম কামাল হোসাইন বলেন, বাংলার মানুষ আবার একটি নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। আগামীর নির্বাচনে একটি স্বচ্ছ ও যথোপযুক্ত ভোটের মাধ্যমে একটি স্বপ্নীল বাংলা দেখতে চায়। তাই আর কোনো স্বৈরশাসন মনোভাব দিয়ে ক্ষমতায় গেলে, তাদের রুখতে দেশের মানুষের দ্বিতীয় বার আর ভাববে না। সাথে সাথেই রাজপথে নেমে পড়বে।

আরও বক্তব্য রাখেন, দোহার উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দলিলুর রহমান, সেক্রেটারি  নুরে আলম ঝিলু, উপজেলার সাবেক আমীর অধ্যাপক শফিকুর রহমান, পৌর আমীর সাখাউয়াত হোসেন , সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ, কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ালম্যান, আবদুল ওহাব দোহারি, রাইপাড়া ইউনিয়নের আমীর আল আমিন,  সুতারপাড়া ইউনিয়নের আমীর কামাল হোসেন ও শিবিরের উপজেলা সেক্রেটারি ওমর ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার সহ সভাপতি দেওয়ান ডা. শহিদুজজামান প্রমুখ।

ছামিয়া

×