
বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, “স্বাধীনতার পর বাকশাল গঠন করে দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল। দেশের প্রথম নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে ভোটের ব্যালট ছিনতাই হয়। দাউদকান্দীতে ব্যালট ছিনিয়ে খন্দকার মোশতাক আহমেদকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ শেখ হাসিনা ফ্যাসিবাদের পথে হেঁটে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন এবং রাষ্ট্রের সব ক্ষমতা পারিবারিক ও ব্যক্তিগতভাবে দখলে নিয়েছেন।”
তিনি আরও বলেন, “যে শাসক জনগণের বিরুদ্ধে যায়, তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা যায় না। যদিও দেরিতে, তবুও স্বৈরাচারের পতন হয়েছে। এবার ছাত্র, তরুণ ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
গতকাল শনিবার (৫ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাজীবাড়ি মাঠে অনুষ্ঠিত ‘চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও আমাদের রাজনৈতিক দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাটি আয়োজন করে রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার সাবেক বিএনপি সভাপতি নাসির উদ্দিন।
নুসরাত