ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

বিএনপি নেতা শরিফুল ইসলাম খান ফরহাদ

‘রাষ্ট্র ও জনগণের উন্নয়ন-অগ্রগতির একমাত্র অবলম্বন বিএনপি ঘোষিত ৩১ দফা’

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, জামালপুর

প্রকাশিত: ২০:৪৩, ৫ জুলাই ২০২৫; আপডেট: ২১:২৫, ৫ জুলাই ২০২৫

‘রাষ্ট্র ও জনগণের উন্নয়ন-অগ্রগতির একমাত্র অবলম্বন বিএনপি ঘোষিত ৩১ দফা’

বিএনপির রাষ্ট্র সংস্কার সম্পর্কিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই শরিফুল ইসলাম খান ফরহাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিগত সময়ে উন্নয়নের নামে শুধু লুটপাটই হয়েছে। নদীভাঙন প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে ভাঙন তীব্র থেকে তীব্রতর হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার পরিবার।”

তিনি আরও বলেন, “আগামীতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এই ৩১ দফাই হবে দেশের উন্নয়ন ও জনগণের মুক্তির পথ। জনগণকে এই কর্মসূচির পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।” সভা চলাকালে ৩১ দফা সংবলিত লিফলেট সাধারণ জনগণের মধ্যে বিতরণ করা হয়।

নুসরাত

×