
এক সময় যারা গর্বভরে বলত "আমি আওয়ামী লীগ করি", আজ সে পরিচয় উচ্চারণ করতেই যেন কিডনিতে ব্যথা উঠে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি।
তিনি নিজের এক ভিডিও বার্তায় বলেন, বর্তমান প্রেক্ষাপটে ‘আওয়ামী লীগ’ নামটি যেন বাংলাদেশের জন্য এক ধরনের ‘প্রাগৈতিহাসিক শব্দে’ পরিণত হয়েছে। বাবা যদি আওয়ামী লীগ করতেন, সন্তান সে পরিচয় মুছে ফেলতে চায়। কেউ যদি ভুল করে আওয়ামী লীগ বলে ডাকে, তখন তার প্রতিক্রিয়ায় সে এমন দৌড় দেয় যেন পেছনে কেউ অস্ত্র নিয়ে তাড়া করেছে।
গোলাম মাওলা রনি বলেন, ‘আওয়ামী লীগের জীবনচক্র এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা দেখে মনে হয় এটি এখন অতীতের কোনো উপাখ্যান। সভ্যতার ইতিহাসে যেমন প্রাগৈতিহাসিক যুগ ছিল, ঠিক তেমনি আওয়ামী লীগ যেন ইতিহাসের আগের কোনো নাম। এর কোনো অর্জন, গর্ব, চিহ্ন—কিছুই অবশিষ্ট নেই।’
আওয়ামী লীগ সংশ্লিষ্টতা এখন সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকির কারণ হয়ে উঠেছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, “আওয়ামী লীগ” শব্দটি যেন এক সামাজিক আতঙ্ক। এই শব্দ উচ্চারিত হলেই কোথাও না কোথাও সভ্যতা থমকে দাঁড়ায়, বিচার রুদ্ধ হয়, এবং এক পশ্চাৎগামী বর্বরতা হানা দেয়। কেউ যদি আওয়ামী লীগের সঙ্গে কোনো ব্যক্তিকে জড়িয়ে দিতে পারে, তবে তার স্ত্রী, সন্তান, বাসা-বাড়ি—সবকিছু গনিমতের মাল হয়ে যায়। এমন কী, তার স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন চালানোও বৈধ হয়ে যায়।
তিনি আওয়ামী লীগকে বর্তমান সময়ের ‘একটি লাশ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘যেমন শহরে মৃত্যু হলে লাশ কফিনে রেখে ফ্রিজে রাখা হয়, ঠিক তেমনি আওয়ামী লীগ নামক লাশটিকেও এখন জনসমক্ষে রেখে ভয় দেখানো হচ্ছে। যেন মানুষ দলটির নামও মুখে না আনে।’
তবে গোলাম মাওলা রনি একইসঙ্গে প্রশ্ন তোলেন—‘আওয়ামী লীগের কি এখানেই শেষ? নাকি ফিনিক্স পাখির মতো আবার আগুন ছুঁয়ে ফিরে আসবে?
সূত্র - https://youtu.be/qXowwzKvntg?si=mhCc43nglLwLR5pA
সানজানা