
ছবি- দৈনিক জনকণ্ঠ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের এক জেলে বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে মাছ ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন। শনিবার বিকেলে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রাজ্জাক মল্লিক (৪৫)। তিনি ছোটবাইশদিয়া ইউনিয়নের ছোটবাইশদিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত ইউসুফ মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মালিকানাধীন মাছ ধরার ট্রলারে জেলে হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও সাথের জেলেদের সূত্রে জানা যায়, দুপুরে খাবারের পর রাজ্জাক মল্লিক সাগরের পানি থেকে ট্রলারে ওঠার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। সাথে সাথে ট্রলারে থাকা অন্য জেলেরা তাকে খোঁজার চেষ্টা চালায়। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর তাকে পানি থেকে উদ্ধার করা হলেও তখন তিনি নিথর ছিলেন। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে গিয়ে শ্বাসরোধ বা আঘাতে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পরিবারে শোকের মাতম নেমে আসে। রাজ্জাক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রতিবেশীরা জানান, রাজ্জাক খুবই পরিশ্রমী ও নম্র স্বভাবের মানুষ ছিলেন।
স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করেই মাছ ধরার ট্রলার গুলো সাগরে যাত্রা করে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করেই জীবনের ঝুঁকিতে পাঠানো হয় গভীর সাগরে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এই বিষয়ে নজরদারি ও নিরাপত্তা জোরদারের আহবান জানান।
এ বিষয় রাঙ্গাবালী থানার ওসি মো: শামীম হাওলাদার বলেন, স্হানীয় ইউপি সদস্য বিষয়টি মুঠোফোনে জানিয়েছে। এখন ও মরদেহ তীরে পৌঁছেনি। মরদেহ এলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
নোভা