ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি নেত্রী প্রিয়াঙ্কা

অনৈক্যের কারণে ফ্যাসিবাদীরা যেন প্রতিষ্ঠা না পায় সেদিকে তৎপর থাকতে হবে

নিজস্ব সংবাদদাতা, শেরপুর

প্রকাশিত: ১৪:০৩, ৬ জুলাই ২০২৫

অনৈক্যের কারণে ফ্যাসিবাদীরা যেন প্রতিষ্ঠা না পায় সেদিকে তৎপর থাকতে হবে

ছবি: জনকণ্ঠ

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদীরা যেন প্রতিষ্ঠা না পায় সেদিকে তৎপর থাকতে হবে। একটি দলের মধ্যে গঠনমূলক প্রতিযোগিতা থাকবেই। তাই বলে গ্রুপিং করে আমাদের ধানের শীষ প্রতীককে অসম্মানিত করবো না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা শেরপুরে তিনটি আসন উপহার দেবো এবং সেই লক্ষ্যেই আমাদের একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি ৫ জুলাই শনিবার রাতে শহরের মাধবপুরস্থ নিজ বাসায় স্থানীয় সাংবাদিকদের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী হিসেবে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি ২০১৮ সালে দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে লড়াই করেছি। তখন দেখেছি মানুষ ধানের শীষ প্রতীককে কতটা ভালোবাসে। তবে তখন পদে পদে স্বৈরাচারী সরকারের বাধার মুখে পড়েছি, হামলার শিকার হয়েছি। আমার নেতা-কর্মীরা জেল-জুলুমের শিকার হয়েছে।

মতবিনিময়কালে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রিয়াঙ্কার বাবা মো. হযরত আলী, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহারসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা সকল ভেদাভেদ ভুলে দলের ভেতর বৃহৎ ঐক্য গঠনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরে তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দেবো। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকদের কলম তরবারির চেয়েও ধারালো। তাই আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের কোনো ভুল-ত্রুটি হলে সে বিষয়েও জানাবেন।

সদর উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. হযরত আলী বলেন, বিগত দিনে শেরপুর জেলায় দৃশ্যত কোনো উন্নয়ন হয়নি। যা হয়েছে স্থানীয় নেতা-কর্মী, চেয়ারম্যান, এমপি এবং মন্ত্রীদের হয়েছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এবং ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে আমরা শেরপুরে রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কৃষি শিল্প প্রতিষ্ঠান ও পর্যটন খাতকে উন্নয়নের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। এ বিষয়ে ইতোমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা হয়েছে, তিনিও আশ্বাস দিয়েছেন শেরপুরের তিনটি আসন তাকে উপহার দিতে পারলে তিনি এ বিষয়গুলো দেখবেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ শেরপুর প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

মুমু ২

×