
স্বাধীনতা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আমেরিকা কোনো একজন ব্যক্তির প্রকল্প নয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বলেন-
গণতন্ত্রে সবচেয়ে শক্তিশালী শব্দটি হলো — ‘আমরা’।
‘আমরা, জনগণ।’
‘আমরা জয়ী হবো।’
‘আমরা পারি।’
আমেরিকার মালিকানা কারও একার নয়। এটি সমস্ত নাগরিকের। এবং এই ঐতিহাসিক সময়ে যখন গণতান্ত্রিক মূলনীতিগুলো বারবার আক্রমণের মুখে পড়ছে, যখন সারা বিশ্বের বহু মানুষ হতাশ ও বিমুখ হয়ে পড়েছে এই সময়ই হচ্ছে আত্মজিজ্ঞাসার মুহূর্ত।
আমরা কীভাবে আমাদের গণতন্ত্রগুলোকে আরও কার্যকর, অর্থবহ ও সাধারণ মানুষের জন্য বাস্তবিকভাবে উপযোগী করে গড়ে তুলতে পারি,এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
Jahan