ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী

রাজধানীতে জামায়াতের সমাবেশ হবে মুসলিম জনতার মুক্তির ডাক

মোঃ মাইনুল ইসলাম, চাঁদপুর

প্রকাশিত: ০০:০৩, ৫ জুলাই ২০২৫

রাজধানীতে জামায়াতের সমাবেশ হবে মুসলিম জনতার মুক্তির ডাক

ছবি: জনকন্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, "রাজধানীতে জাতীয় সমাবেশ কোনো দলের স্বার্থে নয়, এটি হচ্ছে একটি মুসলিম জনতার মুক্তির ডাক। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামি মূল্যবোধ রক্ষায় জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশে যে দু:শাসন, দুর্নীতি এবং অবিচার চলছে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়াই আমাদের দায়িত্ব। ১৯ জুলাই ঢাকার সমাবেশে লাখো জনতার ঢল প্রমাণ করবে এই জাতি সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ।"

শুক্রবার (৪ জুলাই) রাতে শহরের নিউ ট্রাক রোড দারুস সালাম ইসলামিক সেন্টারে জেলা জামায়াত কার্যালয়ে ১৯ জুলাই ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শহর জামায়াতের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
.
তিনি আরও বলেন, "যে যেখানেই আছেন, সবাইকে এই মহাসমাবেশে যোগ দিতে হবে। শুধু দলের কর্মী নয়, সাধারণ মুসলিম জনতাকেও ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। আমাদের সবাইকে সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ এবং আত্ম নিয়োজিত হয়ে এই সমাবেশ সফল করতে হবে। শহর জামায়াতের প্রতিটি স্তরের নেতাকর্মীকে নিজ নিজ ওয়ার্ডে, মহল্লায় জনসংযোগ জোরদার করতে হবে।"

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "দমন-পীড়নের ভয় নেই। ইতিহাস সাক্ষী, ইসলামপন্থীরা কখনো নির্যাতনের কাছে মাথানত করেনি। জামায়াতে ইসলামী অতীতেও রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার দেবে। কিন্তু সত্যের পথ থেকে পিছপা হবে না।"

শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান এর সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি জাকারিয়া মহিউদ্দিন। 

শহর জামায়াতের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান, শহর জামায়াতের সহ সেক্রেটারি মোঃ সবুজ খান, ওয়ার্ড সভাপতি গোলাম মাওলাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

Mily

আরো পড়ুন  

×