ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

জামায়াত ইসলামের বিজয়ই জীবনের সার্থকতা : যোগেন চন্দ্র

প্রকাশিত: ০২:০৩, ৫ জুলাই ২০২৫

জামায়াত ইসলামের বিজয়ই জীবনের সার্থকতা : যোগেন চন্দ্র

জামায়াতে ইসলামীর এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে যোগেন চন্দ্র বলেন, “জামায়াতকে গত ১৭ বছর ধরে গুহায় ফেলে অ-ব-রু-দ্ধ করে রাখা হয়েছিলো। কিন্তু আল্লাহ তায়ালার নির্মম পরিহাসে আজ আমরা মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছি, এবং আমরা তাতে গর্বিত।”

তিনি বলেন, বহুদিন ধরে জামায়াত ইসলামীর ওপর রাজনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞার মতো আচরণ করা হয়েছে। তবে এখন সেই পরিপ্রেক্ষিত বদলেছে। তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, "আমরা আর গুহাবাসী নই, আজ আমরা আলোর মুখ দেখছি।"

যোগেন চন্দ্র তার বক্তব্যে শ্রোতাদের অনুপ্রাণিত করতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা আবৃত্তি করেন:

“হতাশ হইয়ো না,
যেখানে পড়িবে তাই ধরে উঠিবে,
শত তুফান আসিলেও ছাড়িবে না হাল।
আজ না-ই বা হলো সুফল, তবে হতে পারে কাল।”

তিনি বলেন, এই কবিতার প্রতিটি চরণ আজকের জামায়াতের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিলে যায়। শত প্রতিকূলতা ও বাধা পেরিয়ে তারা এখন সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে।

যোগেন চন্দ্র আরও বলেন, “আগের দিন আর নাই—এখন হিন্দু মানেই নৌকায় ভোট দিবে এমনটা ভাবার সময় শেষ। এখন জনগণ বিচার করে ভোট দেয়, ইসলামপন্থী রাজনীতির বিকল্প নেই। জামায়াত ইসলামীর বিজয়ই হবে আমাদের জীবনের সার্থকতা।

Jahan

আরো পড়ুন  

×