
জেলার বাজিতপুরে দুইপক্ষের দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। অভ্যন্তরীণ কোন্দল ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় জেলা বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। শনিবার (৫ জুলাই) বাজিতপুর নাজিম উদ্দিন ভূঁইয়া মাঠে বিএনপির এই সম্মেলন হওয়ার কথা ছিল।
অনুষ্ঠেয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং উদ্বোধক হিসেবে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম উপস্থিত থাকার কথা ছিল।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সম্মেলন স্থগিতের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, "আজ শুক্রবার (৪ জুলাই) বাজিতপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সম্মেলন স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।"
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ২০১৫ সালে বাজিতপুর-নিকলী আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান মঞ্জুর মৃত্যুর পর শেখ মজিবুর রহমান ইকবালকে আহ্বায়ক করে গঠিত কমিটি দীর্ঘদিন পূর্ণাঙ্গ না হওয়ায় দলের একটি অংশ ক্ষুব্ধ। ওই অংশের নেতারা কমিটি ভেঙে নতুন সম্মেলনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। তাদের অভিযোগ, তৃণমূলের নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামীপন্থি সুবিধাভোগীদের নিয়ে সম্মেলন আয়োজনের ষড়যন্ত্র চলছে। তাই তারা গত ২ জুলাই একটি জনসভা করে সম্মেলন প্রতিহতের ঘোষণা দেন।
জনসভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বিক্ষুব্ধরা বলেন, সম্মেলনে কেউ অংশ নিতে এলে তাকে ফিরিয়ে দেওয়া হবে।
Mily