
ছবি: সংগৃহীত।
জাতীয় পরিচয়পত্র (NID) শুধু নাগরিকত্বের প্রমাণপত্র নয়, বরং বাংলাদেশে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল সিম নিবন্ধন, মোবাইল ব্যাংকিং এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা গ্রহণের প্রধান চাবিকাঠি। যাদের NID নেই, তারা এসব গুরুত্বপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হন।
আপনি যদি ইতোমধ্যে ছবি ও আঙুলের ছাপ দিয়ে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করে থাকেন, তবে এখন আর আইডি কার্ড হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। অনলাইনেই কয়েকটি ধাপে আপনি নিজের NID কার্ড ডাউনলোড করতে পারবেন।
অনলাইনে এনআইডি ডাউনলোড করার ধাপসমূহ:
ধাপ ১:
প্রথমে ভিজিট করুন সরকারি ওয়েবসাইট –
https://services.nidw.gov.bd/nid-pub/
ধাপ ২:
‘রেজিস্টার’ অপশনে ক্লিক করে নিচের তথ্য দিন:
-
ফরম নম্বর (যেখানে NIDFN দিয়ে শুরু করতে হবে),
-
জন্ম তারিখ,
-
ক্যাপচা কোড, এরপর ‘Submit’ ক্লিক করুন।
ধাপ ৩:
পরবর্তী পেজে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা লিখুন।
ধাপ ৪:
আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে OTP কোড যাবে। কোডটি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। চাইলে এখান থেকেই মোবাইল নম্বর পরিবর্তনের সুযোগও পাবেন।
ধাপ ৫:
এখন আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। এ জন্য মোবাইলে ইনস্টল থাকতে হবে
NID Wallet App
ধাপ ৬:
ফেস ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হলে একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এখান থেকে আপনি সহজেই আপনার জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
-
যাদের ভোটার আইডি এখনো প্রিন্ট হয়নি, তারাও এই অনলাইন কপি ব্যবহার করে অনেক কাজ করতে পারেন।
-
ফেস ভেরিফিকেশনের সময় পর্যাপ্ত আলো ও স্থির অবস্থানে ক্যামেরা রাখার পরামর্শ দেওয়া হয়।
নুসরাত