
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আটোয়ারীতে আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোনোদিন কাজের জন্য ১ টাকাও চাঁদা দাবি করে, মনে করবেন সে আমার লোক নয়। আজ ঘোষণা দিলাম আপনারা কেউ কোনোদিন কাউকে কাজের জন্য টাকা চাইলে দেবেন না।
শুক্রবার (০৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী বাজারে এনসিপির নতুন অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, যে কাজটি যৌক্তিক এবং মানুষের জন্য করা উচিত, সে কাজটি এমনিতেই করব। কিন্তু যেটা সম্ভব নয়, অবৈধ সেটা অনুরোধ করলেও করবো না।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে কিছু রাজনৈতিক দলের মানুষ এখনও অপকর্ম করে যাচ্ছেন। আটোয়ারীর হাটবাজারে দেখবেন, ট্রাক পার হতে চাঁদা দিতে হয়। ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদ থেকে সুবিধা পেতেও চাইলে টাকা দিতে হয়। যারা কিছু টাকার জন্য এমন করে, তারা আবার বিভিন্ন দলের পোস্টধারী নেতা। তাদের দিয়ে আগামীর বাংলাদেশে উন্নতি সম্ভব নয়।
রিফাত