
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া 'জুলাই পদযাত্রা' চতূর্থ দিনে এসে আটটি জেলা অতিক্রম করেছে। পদযাত্রাটি এখন পর্যন্ত প্রায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে নাহিদ ইসলাম বলেন, “জনতার ভালোবাসায় সিক্ত হয়ে জুলাই পদযাত্রা আজ চতূর্থ দিনে আটটি জেলায় পৌঁছে গেল; পাড়ি দিল এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রায় হাজার কিলোমিটার।”
তিনি আরও লেখেন, “বিশ্বাস রাখি, ভরসা করি, নতুন দিনের মিছিলে-স্লোগানে আমরা পাড়ি দেব বহুদূর; যুক্ত হব আপনার আত্মবিশ্বাসে!”
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদযাত্রার উদ্দেশ্য হলো জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও দেশের বিভিন্ন অঞ্চলে জাতীয় নাগরিক পার্টির বার্তা পৌঁছে দেওয়া।
মারিয়া