ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

"আপনার আমেরিকা আপনারই থাক, আমরা আমাদের আফ্রিকা রাখব"

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৮, ৫ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

তাফি মহাকা, একজন জিম্বাবুয়ান বিশ্লেষক ও আল জাজিরার কলামিস্ট, সম্প্রতি এক প্রভাবশালী কলামে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফ্রিকাবিরোধী অভিবাসন নীতির সমালোচনা করেছেন। কিন্তু কেবল সমালোচনাই নয়, তিনি দাবি করেছেন, এই নিষেধাজ্ঞা আফ্রিকানদের আত্মনির্ভর হতে বাধ্য করছে, যা বহু আফ্রিকান নেতা দীর্ঘদিনেও করতে পারেননি।

২০২৫ সালের ১৬ জুন দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করে যে ট্রাম্প প্রশাসন ৩৬টি অতিরিক্ত দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে, যাদের মধ্যে অধিকাংশই আফ্রিকান দেশ। এর আগে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়, যার মধ্যে সাতটি দেশ—চাদ, কঙ্গো রিপাবলিক, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, লিবিয়া, সোমালিয়া ও সুদান—আফ্রিকান।

মহাকা স্মরণ করিয়ে দেন ট্রাম্পের কুখ্যাত "shithole countries" মন্তব্য, যা ২০১৮ সালের জানুয়ারিতে বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দেয়। তার মতে, এই নীতিগুলো কেবল বর্ণবাদী নয়, বরং আফ্রিকার আত্মমর্যাদা এবং ভবিষ্যতের প্রতি এক অপমান।

মহাকা উল্লেখ করেন, তার আত্মীয় ড. আনা মহাকা এবং বন্ধু স্পেনসার মাতারে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও, তিনি নিজে কখনো আমেরিকায় যেতে চাননি। আমেরিকার পুলিশের বর্ণবাদী সহিংসতা, স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতা ও দারিদ্র্য—এই দেশকে "স্বপ্নের দেশ" নয়, বরং আরেকটি সংকটময় রাষ্ট্রে পরিণত করেছে বলে তিনি মনে করেন।

তাফি মহাকা মনে করেন, ট্রাম্পের এই নিষেধাজ্ঞা আসলে আফ্রিকানদের জন্য একটি সুযোগ। তিনি লেখেন, “আমরা আর পশ্চিমা অনুদান বা স্বীকৃতির উপর নির্ভর করতে পারি না। আমাদের প্রযুক্তি, স্বাস্থ্য, গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করতে হবে।”

আফ্রিকার তরুণ জনগোষ্ঠী ও খনিজ সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে, চীনের মতো আমূল অর্থনৈতিক সংস্কার সম্ভব বলেও তিনি আশাবাদী।

সরাসরি ট্রাম্পকে উদ্দেশ করে মহাকা লেখেন, “আপনার আমেরিকা আপনি রাখুন, আমরা আমাদের আফ্রিকা রাখব।”

মুমু ২

×