ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সন্তান জন্ম দিলেই মিলবে টাকা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ৫ জুলাই ২০২৫

সন্তান জন্ম দিলেই মিলবে টাকা!

ছবি: সংগৃহীত

জন্মহার হ্রাস ও জনসংখ্যা সংকটে বিপর্যস্ত চীন সরকার এবার ঘোষণা করেছে নজিরবিহীন এক সিদ্ধান্ত। নতুন করে সন্তান জন্মালে পরিবারগুলোকে বছরে নগদ অর্থ দেওয়া হবে। ২০২৫ সালের ১ জানুয়ারির পর যেসব সন্তান জন্ম নেবে, তাদের প্রতি বছর ৩,৬০০ ইউয়ান (প্রায় ৫০৩ ডলার বা ৫৮ হাজার টাকা) করে তিন বছর পর্যন্ত দেবে চীন সরকার।

এই উদ্যোগটি দেশব্যাপী বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং এর লক্ষ্য জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে দেশের শ্রমবাজার ও অর্থনৈতিক গতি পুনরুদ্ধার করা।

২০২৪ সালে চীনে মোট জন্ম হয়েছিল মাত্র ৯.৫৪ মিলিয়ন শিশু, যা ২০১৬ সালে নিবন্ধিত ১৮.৮ মিলিয়ন এর ঠিক অর্ধেক। অথচ ২০১৬ সালেই এক সন্তান নীতির অবসান ঘটিয়ে বহু সন্তান নেওয়ার অনুমতি দেয় চীন সরকার।

গত তিন বছর ধরে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, যা চীনের ভবিষ্যত শ্রমশক্তি ও উৎপাদনশীলতার জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের জনসংখ্যা মডেল অনুসারে, চীনের বর্তমান জনসংখ্যা যেখানে প্রায় ১.৪ বিলিয়ন, ২০৫০ সালের মধ্যে তা ১.৩ বিলিয়নে নামতে পারে, এবং ২১০০ সালের মধ্যে নেমে যেতে পারে ৮০০ মিলিয়নের নিচে।

২০২৩ সালে চীন তার "বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ" খেতাব ভারতের কাছে হারায়।

শুধু জন্ম নয়, বিয়ের হারও গত অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে নিচে নেমেছে। বিয়ে না হলে শিশু জন্মও কমে যাচ্ছে। এই সামাজিক ট্রেন্ড সরকারকে আরও চাপে ফেলেছে।

চীনের অনেক স্থানীয় সরকার এরই মধ্যে শিশু জন্মে উদ্বুদ্ধ করতে নানা প্রণোদনার ঘোষণা দিয়েছে। যেমন, ইননার মঙ্গোলিয়ার রাজধানী হোহহট শহর দ্বিতীয় সন্তানের জন্য ৫০,০০০ ইউয়ান, আর তৃতীয় সন্তান বা তার বেশি হলে ১ লাখ ইউয়ান দিচ্ছে।

এখনও পর্যন্ত চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে অভ্যন্তরীণ সূত্রের বরাতেই ব্লুমবার্গ এই পরিকল্পনার খবর প্রকাশ করেছে।

মুমু ২

×