ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

টিকটকের ভাগ্য এখন ট্রাম্পের হাতে! চীনের সঙ্গে শেষ মুহূর্তের রসায়ন শুরু!

প্রকাশিত: ১৫:০১, ৫ জুলাই ২০২৫; আপডেট: ১৫:০১, ৫ জুলাই ২০২৫

টিকটকের ভাগ্য এখন ট্রাম্পের হাতে! চীনের সঙ্গে শেষ মুহূর্তের রসায়ন শুরু!

ছ‌বি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সোমবার বা মঙ্গলবার চীনের সঙ্গে টিকটকের সম্ভাব্য বিক্রির বিষয়ে আলোচনা শুরু করবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, টিকটক ছোট ভিডিও অ্যাপের বিক্রির বিষয়ে যুক্তরাষ্ট্র “প্রায়” চুক্তিতে পৌঁছে গেছে।

শুক্রবার ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমার মনে হয়, আমরা সোমবার অথবা মঙ্গলবার চীনের সঙ্গে—সম্ভবত প্রেসিডেন্ট শি বা তার কোনও প্রতিনিধির সঙ্গে—আলোচনা শুরু করব। তবে আমাদের প্রায় চুক্তি হয়ে গেছে।”

ট্রাম্প আরও জানান, তিনি শি জিনপিংকে চীন সফর করতে পারেন অথবা চীনা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরেও আসতে পারেন।

গত মাসে দুই নেতা পরস্পরকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

ট্রাম্প গত মাসে চীনভিত্তিক বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ বিক্রির জন্য ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়েছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহারকারী সংখ্যা প্রায় ১৭ কোটি।

চলতি বছরের বসন্তে একটি চুক্তির কাজ চলছিল, যেখানে টিকটকের যুক্তরাষ্ট্র শাখা একটি নতুন মার্কিন প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার কথা ছিল। ওই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মালিকানায় ও পরিচালনায় পরিচালিত হতো। তবে ট্রাম্প চীনা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর চীন জানিয়ে দেয়, তারা এই চুক্তি অনুমোদন করবে না। এরপরই প্রক্রিয়াটি থমকে যায়।

ট্রাম্প শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রকে সম্ভবত চুক্তি অনুমোদনের জন্য চীনের সম্মতি নিতে হবে।

বেইজিং চুক্তিতে রাজি হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি নিশ্চিত নই, তবে আশা করি হবে। প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। আমার মনে হয়, এটি তাদের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো।”

ট্রাম্প জুন মাসে টিকটকের ওপর নিষেধাজ্ঞা বা বিক্রির সময়সীমা বাড়ানোর জন্য তার তৃতীয় নির্বাহী আদেশ জারি করেন। এতে বাইটড্যান্সকে আরও ৯০ দিন সময় দেওয়া হয়।

ট্রাম্প প্রথম নির্বাহী আদেশ জারি করেন তার শপথের তিন দিন পর, যেদিন সুপ্রিম কোর্ট টিকটকের নিষেধাজ্ঞা বহাল রাখে। এরপর এপ্রিলে দ্বিতীয় নির্বাহী আদেশ দেন তিনি, তখন বিক্রির বা নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারিত হয় ১৯ জুন। আর এখন টিকটককে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

সেই দিনই প্রকাশিত এক বিবৃতিতে টিকটক ট্রাম্প ও জেডি ভ্যান্সকে ধন্যবাদ জানায়। বিবৃতিতে বলা হয়, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের জন্য কৃতজ্ঞ” এবং টিকটক “চুক্তিতে পৌঁছাতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের অফিসের সঙ্গে কাজ চালিয়ে যাবে।”

এদিকে, সিনেট ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য মার্ক ওয়ার্নার ট্রাম্পের বিরুদ্ধে আইনি ফাঁক গলে নির্বাহী আদেশ জারির অভিযোগ তুলেছেন।

আবির

×