ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

টিকটক বিক্রি হচ্ছে! অত্যন্ত ধনী ক্রেতার খোঁজ পেলেন ট্রাম্প

প্রকাশিত: ১৭:০৪, ৫ জুলাই ২০২৫

টিকটক বিক্রি হচ্ছে! অত্যন্ত ধনী ক্রেতার খোঁজ পেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের ভবিষ্যৎ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি টিকটকের জন্য ‘অত্যন্ত ধনী’ কিছু ক্রেতা খুঁজে পেয়েছেন এবং তাদের নাম আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

রবিবার (স্থানীয় সময়) ফক্স নিউজ চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্টিরোমো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমাদের একজন ক্রেতা আছে। তারা অত্যন্ত ধনী কিছু ব্যক্তি, এবং আমি শিগগিরই তাদের নাম ঘোষণা করব।’’

চীনভিত্তিক মালিকানাধীন অ্যাপ টিকটকের মার্কিন শাখার মালিকানা পরিবর্তন নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে রাজনৈতিক উত্তেজনা ও আইনি টানাপোড়েন। চলতি মাসের শুরুতে, ট্রাম্প বাইটড্যান্সকে (টিকটকের মূল প্রতিষ্ঠান) যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসার সম্পদ বিক্রির জন্য নির্ধারিত সময়সীমা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ান।

এর আগে, যুক্তরাষ্ট্রের একটি আইন অনুযায়ী, যদি উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হয়, তাহলে অ্যাপটি বিক্রি না হলে তা বন্ধ করে দিতে হবে— এমন নির্দেশ ছিল। তবে সেই আইন কার্যকর হওয়ার আগে দুই দফায় সময়সীমা বাড়িয়ে দেন ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প বলেন, তিনি টিকটক অ্যাপটি যুক্তরাষ্ট্রে সচল রাখতে চান। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে অ্যাপটি তাকে অনেক সহায়তা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিয়ে জাতীয় নিরাপত্তার উদ্বেগ বহুদিনের। অভিযোগ রয়েছে, টিকটক চীনা সরকারের সঙ্গে তথ্য ভাগাভাগি করতে পারে— এমন সন্দেহেই ট্রাম্প প্রশাসন শুরু থেকেই এ বিষয়ে কড়া অবস্থানে ছিল। যদিও বাইটড্যান্স বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে।

এদিকে ট্রাম্পের দেওয়া ইঙ্গিত অনুযায়ী, নতুন মালিকের অধীনে অ্যাপটি চালু থাকলে মার্কিন ব্যবহারকারীরা পুনরায় নিশ্চিন্তে এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

টিকটকের ভবিষ্যৎ নিয়েই যখন নানা প্রশ্ন, তখন ট্রাম্পের এমন ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মার্কিন প্রযুক্তি ও রাজনৈতিক মহলে। এখন দেখার বিষয়, ‘অত্যন্ত ধনী’ এই ক্রেতারা আসলে কারা, এবং তাদের অধীনেই কি টিকটক নতুনভাবে যাত্রা শুরু করবে যুক্তরাষ্ট্রে।


সূত্র:https://tinyurl.com/3uaxj5es

আফরোজা

আরো পড়ুন  

×