ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

চিনাবাদাম আকৃতির অদ্ভুত গ্রহাণুর প্রথম ছবি প্রকাশ

প্রকাশিত: ১৯:২৬, ৫ জুলাই ২০২৫

চিনাবাদাম আকৃতির অদ্ভুত গ্রহাণুর প্রথম ছবি প্রকাশ

ছবি: সংগৃহীত

মহাকাশ গবেষণায় এক নতুন মাত্রা যোগ করলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সৌরজগতের প্রধান গ্রহাণুপুঞ্জে (Main-Belt) অবস্থিত ‘ডোনাল্ডজোহানসন’ নামের এক গ্রহাণুর প্রথম উচ্চ রেজল্যুশনের ছবি প্রকাশ করেছে তারা। ছবিতে ধরা পড়েছে অনন্য চিনাবাদাম আকৃতির এক মহাজাগতিক শিলা।

গত ২০ এপ্রিল নাসার ‘লুসি’ মহাকাশযানটির সঙ্গে গ্রহাণুটির সাক্ষাৎ ঘটে। তখনই গ্রহাণুটির সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর কয়েক মিনিট আগে ছবিটি তোলা হয় ‘L’LORRI’ নামের ক্যামেরা ইমেজার ব্যবহার করে।

ছবিতে দেখা যায়, ডোনাল্ডজোহানসন গ্রহাণুটির গড়ন কিছুটা দীর্ঘ ও অসম। পৃষ্ঠে রয়েছে অসংখ্য খাদ ও রুক্ষতা। নাসার বিজ্ঞানীরা বলছেন, এটি পূর্ববর্তী ধারণার চেয়েও বড় একটি গ্রহাণু। এর দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার এবং প্রস্থ ৩.৫ কিলোমিটার।

আরও একটি চমকপ্রদ তথ্য জানানো হয়েছে: গ্রহাণুটি একবার ঘূর্ণন সম্পন্ন করতে সময় নেয় প্রায় ২৫১ ঘণ্টা, অর্থাৎ এটি অত্যন্ত ধীরে ঘোরে। বিজ্ঞানীরা মনে করছেন, গ্রহাণুটির গঠন ও গড়ন বোঝার ক্ষেত্রে ‘লুসি মিশন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নাসার পক্ষ থেকে জানানো হয়, লুসি মহাকাশযানটি যখন গ্রহাণুর ১,৭০০ মাইল দূরত্বে অবস্থান করছিল, তখন এটি ছবি তোলে। সূর্য ছিল যানটির পেছনে, ফলে ছবিতে কিছু অংশে অন্ধকার রয়ে গেছে।

ডোনাল্ডজোহানসন নামটি এসেছে একজন বিশিষ্ট নৃবিজ্ঞানীর নাম থেকে, যিনি আদি মানবপ্রজাতি "লুসি"–র জীবাশ্ম কঙ্কাল আবিষ্কার করেছিলেন। সেই নামেই মহাকাশযানের নামকরণ করা হয়েছে—‘লুসি’।

তবে এই গ্রহাণুর ছবি তোলা ছিল মূলত একধরনের প্রস্তুতিমূলক পরীক্ষা। লুসির মূল লক্ষ্য হচ্ছে বৃহস্পতি (জুপিটার) গ্রহের কক্ষপথে থাকা ট্রোজান গ্রহাণুগুলো পর্যবেক্ষণ করা। এটি ৩০ হাজার মাইল প্রতি ঘণ্টার বেশি গতিতে ছুটে চলছে।

প্রসঙ্গত, আগামী কয়েক বছরে লুসি মহাকাশযানটি কমপক্ষে ছয়টি গ্রহাণু পর্যবেক্ষণ করবে। ২০২৭ সালের আগস্টে প্রথম ট্রোজান গ্রহাণু ‘ইউরিবেটস’-এর মুখোমুখি হবে লুসি।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×